প্রতিনিধি, সাভার

সাভারে চায়ের দোকানে চা ও পানের নতুন দাম নির্ধারণ করেছেন চা-দোকানিরা। চা বানাতে খরচ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আবার অনেকে চা বিক্রি বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। এতে স্বত্তিতে নেই চায়ের দোকানি ও ক্রেতারা।
গতকাল শুক্রবার দেখা যায়, সাভারের আশুলিয়ার দুর্গাপুর, কাঠগড়া এলাকায় বাড়তি দামে চা ও পান বিক্রি হচ্ছে। বাইপাইল ও সাভার বাসস্ট্যান্ডের অনেক দোকানে ৫ টাকার চা এখন ৭ টাকা। আর ৫ টাকার খিলি পান ৬ টাকায় বিক্রি হচ্ছে।
আশুলিয়ার চা দোকানি মো. বাদশাহ তাঁর দোকানে জরুরি নোটিশ লেখা এক বিজ্ঞপ্তি টাঙিয়ে রেখেছেন। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তা জানতে চাইলে বাদশাহ বলেন, ‘সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। ৫ টাকায় চা বিক্রি করলে কোনো লাভই থাকে না। বরং লস হয়।’
বিজ্ঞপ্তির নিচে লেখা আছে আদেশক্রমে কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষটা কে বা কারা জিজ্ঞেস করা হলে দোকানিরা বলেন, ‘কর্তৃপক্ষ আমরাই। যার যার দোকানের সে সে কর্তৃপক্ষ। আমাদের তো কোম্পানি বা সমিতি নাই। কাস্টমাররা যাতে ঝামেলা না করে, তাই সবাই মিলে এই নোটিশ বানিয়েছি। গত ৩১ আগস্ট থেকে বাড়তি দাম চলছে।’
বাদশাহ আরও বলেন, কন্ডেন্সড মিল্ক (ঘনীভূত দুধ) এখন ৭০ থেকে ৭৫ টাকা; আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। চিনির দামও বেড়েছে। চিনি কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। গ্যাস সিলিন্ডার কেনা লাগে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
শুধু বাদশাহ নয়। বাদশাহর মতো আশপাশের চা বিক্রেতারা দোকানের সামনে একই বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছেন। আরেক চা দোকানি সিদ্দিক মিয়া বলেন, ‘শুধু আমি না, আমগো এলাকার আশেপাশে হগলতে মিলাই (চা দোকানদার) এ সিদ্ধান্ত নিছি। চা খাইবার আইয়া কাস্টমাররা বেশি টাকা চাইলে ক্যাচাল করে, তাই পোস্টার ঝুলায় দিছি। লস কইরা চা বেচন যায় না, জিনিসের যিমুন দাম বাড়ছে, সেমুন কইরা চা-পানের দাম বাড়াইছি। সংসার তো চালাইতে হইবো।’
চা পান করতে আসা দিনমজুর সিরাজ বলেন, ‘সারা দিন কাম করি। মাঝে মাঝে বেরেক টাইমে চা-পান টা এট্টু খাই। আগে বিড়ি খাইতাম এখন আর খাই না। এমন কইরা দাম বাড়াইলে কি খামু।’
পোশাকশ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘দুধ-চিনির দাম বাড়ছে, তাই দুধ-চা ৭ টাকায় বেচতে চায় ভালো কথা, কিন্তু রং চা ৭ টাকায় বেচবে—এইটা কেমন কথা। রং চায় তো আর দুধ লাগে না। আবার সিগারেটের দাম তো কয়দিন পরপরই বাড়ে। আমাদের কথা কেউ ভাবে না।’

সাভারে চায়ের দোকানে চা ও পানের নতুন দাম নির্ধারণ করেছেন চা-দোকানিরা। চা বানাতে খরচ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আবার অনেকে চা বিক্রি বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। এতে স্বত্তিতে নেই চায়ের দোকানি ও ক্রেতারা।
গতকাল শুক্রবার দেখা যায়, সাভারের আশুলিয়ার দুর্গাপুর, কাঠগড়া এলাকায় বাড়তি দামে চা ও পান বিক্রি হচ্ছে। বাইপাইল ও সাভার বাসস্ট্যান্ডের অনেক দোকানে ৫ টাকার চা এখন ৭ টাকা। আর ৫ টাকার খিলি পান ৬ টাকায় বিক্রি হচ্ছে।
আশুলিয়ার চা দোকানি মো. বাদশাহ তাঁর দোকানে জরুরি নোটিশ লেখা এক বিজ্ঞপ্তি টাঙিয়ে রেখেছেন। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তা জানতে চাইলে বাদশাহ বলেন, ‘সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। ৫ টাকায় চা বিক্রি করলে কোনো লাভই থাকে না। বরং লস হয়।’
বিজ্ঞপ্তির নিচে লেখা আছে আদেশক্রমে কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষটা কে বা কারা জিজ্ঞেস করা হলে দোকানিরা বলেন, ‘কর্তৃপক্ষ আমরাই। যার যার দোকানের সে সে কর্তৃপক্ষ। আমাদের তো কোম্পানি বা সমিতি নাই। কাস্টমাররা যাতে ঝামেলা না করে, তাই সবাই মিলে এই নোটিশ বানিয়েছি। গত ৩১ আগস্ট থেকে বাড়তি দাম চলছে।’
বাদশাহ আরও বলেন, কন্ডেন্সড মিল্ক (ঘনীভূত দুধ) এখন ৭০ থেকে ৭৫ টাকা; আগে ছিল ৪৫ থেকে ৬০ টাকা। চিনির দামও বেড়েছে। চিনি কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। গ্যাস সিলিন্ডার কেনা লাগে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
শুধু বাদশাহ নয়। বাদশাহর মতো আশপাশের চা বিক্রেতারা দোকানের সামনে একই বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছেন। আরেক চা দোকানি সিদ্দিক মিয়া বলেন, ‘শুধু আমি না, আমগো এলাকার আশেপাশে হগলতে মিলাই (চা দোকানদার) এ সিদ্ধান্ত নিছি। চা খাইবার আইয়া কাস্টমাররা বেশি টাকা চাইলে ক্যাচাল করে, তাই পোস্টার ঝুলায় দিছি। লস কইরা চা বেচন যায় না, জিনিসের যিমুন দাম বাড়ছে, সেমুন কইরা চা-পানের দাম বাড়াইছি। সংসার তো চালাইতে হইবো।’
চা পান করতে আসা দিনমজুর সিরাজ বলেন, ‘সারা দিন কাম করি। মাঝে মাঝে বেরেক টাইমে চা-পান টা এট্টু খাই। আগে বিড়ি খাইতাম এখন আর খাই না। এমন কইরা দাম বাড়াইলে কি খামু।’
পোশাকশ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘দুধ-চিনির দাম বাড়ছে, তাই দুধ-চা ৭ টাকায় বেচতে চায় ভালো কথা, কিন্তু রং চা ৭ টাকায় বেচবে—এইটা কেমন কথা। রং চায় তো আর দুধ লাগে না। আবার সিগারেটের দাম তো কয়দিন পরপরই বাড়ে। আমাদের কথা কেউ ভাবে না।’

মেটা: রংপুর-৩ ও ৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ মিনিট আগে
পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত জোটকে ‘চরম বিপজ্জনক’ আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একটি খোলা চিঠি দিয়েছেন বালুচ নেতা ও মানবাধিকারকর্মী মীর ইয়ার বালুচ। চিঠিতে তিনি সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে বালুচিস্তানে চীনা সেনাবাহিনী মোতায়েন হতে পারে, যা ভারত ও বালুচিস্তান...
১২ মিনিট আগে
রাজশাহীতে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে থানায় চাঁদা দাবির অভিযোগ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছেন দুই ঠিকাদার। বৃহস্পতিবার রাস্তার কাজের সাইটে গিয়ে চাঁদা দাবির কারণে বিএনপির ওই কর্মীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ জন্য তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে এজাহারে দাবি করা হয়েছে, পূর্বশত্রুতার
১৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে নারীসহ অন্তত ৩০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারীতে প্রাণ-আরএফএল গ্রুপ পরিচালিত বঙ্গ মিলার্স লিমিটেড কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে