নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজার থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন রোগী রক্সি আক্তার (২০), তাঁর বাবা আব্দুল মান্নান (৫০), বোন ফুতু আক্তার (১৮) ও ছেলে আয়ান (৩)।
জানা যায়, কক্সবাজারের মহেশখালী থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ভাড়া করা বাসায় ওঠে, এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আহামেদ মোস্তফা। তিনি বলেন, আব্দুল মান্নানের বাড়ি কক্সবাজারের মহেশখালী। তার বড় মেয়ে রক্সি আক্তার ব্রেইন টিউমারে আক্রান্ত। বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। গত ৬ জুন সেখানে তার অপারেশন হয়। হাসপাতালের পাশে বসুন্ধরার এ-ব্লকে পরিবারটি একটা বাসায় সাবলেট ভাড়া নেয়। সেখানে থাকতেন তারা। গত সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদ্যুৎ চলে আসলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের কে উদ্ধার করে, প্রথমে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের মধ্যে রক্সির শরীরের ৫৫ শতাংশ, আয়ান ৭০ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ, ও আব্দুল মান্নান এর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক।

কক্সবাজার থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন রোগী রক্সি আক্তার (২০), তাঁর বাবা আব্দুল মান্নান (৫০), বোন ফুতু আক্তার (১৮) ও ছেলে আয়ান (৩)।
জানা যায়, কক্সবাজারের মহেশখালী থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ভাড়া করা বাসায় ওঠে, এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আহামেদ মোস্তফা। তিনি বলেন, আব্দুল মান্নানের বাড়ি কক্সবাজারের মহেশখালী। তার বড় মেয়ে রক্সি আক্তার ব্রেইন টিউমারে আক্রান্ত। বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। গত ৬ জুন সেখানে তার অপারেশন হয়। হাসপাতালের পাশে বসুন্ধরার এ-ব্লকে পরিবারটি একটা বাসায় সাবলেট ভাড়া নেয়। সেখানে থাকতেন তারা। গত সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদ্যুৎ চলে আসলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের কে উদ্ধার করে, প্রথমে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের মধ্যে রক্সির শরীরের ৫৫ শতাংশ, আয়ান ৭০ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ, ও আব্দুল মান্নান এর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৪ ঘণ্টা আগে