রাজধানীর ডেমরায় বাড়ির পাশের ডোবায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলো—হেফজ পড়ুয়া আব্দুল আহাদ (১১) ও আবু তালহা (৮)।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে মুসলিমনগর এলাকায় কুয়েতি মসজিদ সংলগ্নে খোলা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় অন্যান্য ছাত্রের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ওই দুজনকে উদ্ধার করে আহাদকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও তালহাকে মাতুয়াইল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন। নিহত আহাদ মুসলিমনগর এলাকার বসবাসরত ও ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসার ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মো. খোকন মিয়ার ছেলে। একই এলাকায় বসবাসরত নিহত তালহা জামিয়া এমদাদাদিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। সে ঝালকাঠির সদর থানার সারেঙ্গল গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কয়েকজন ডোবায় গোসল করতে নামলে একপর্যায়ে আহাদ ও তালহা পানিতে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে। তাদের মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ছোট ছোট এ দুই শিশুর মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই সুরতহাল শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৯ মিনিট আগে