ঢাবি প্রতিনিধি

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগ সভাপতি সেলিনা আক্তার শেলীর বিরুদ্ধে নতুন আবাসিক হলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত শিক্ষার্থী নুসরাত জাহান বাঁধনের বড় ভাই আমিনুল ইসলাম বলেন, ‘আমার বোন বিকেলে কল দিয়ে বলেছে, তাঁকে সভাপতি শেলী প্রায় হুমকি দেয়, সিট নিয়ে ঝামেলা করে, অনেক সময় চাঁদা চায়। আজ সন্ধ্যায় শেলী দলবল নিয়ে তাঁর কক্ষে এসে তাঁকে রক্তাক্ত করে। খবর পেয়ে আমি কলেজে এসেছি।’
অভিযোগের বিষয়ে সেলিনা আক্তার শেলী বলেন, ‘আসলে আমি চাই যা হয়েছে তাই ছড়াক, মিথ্যা যেন না ছড়ায়। আমরা কমিটিতে আসার পর মেয়েদের সঙ্গে পরিচিত হইনি। আমার সাধারণ সম্পাদক নতুন বিল্ডিংয়ে আর আমি পুরাতন বিল্ডিংয়ে থাকি। আমি নতুন বিল্ডিংয়ে মেয়েদের সাথে পরিচিত হতে যাই, যদিও সেক্রেটারি ছিল না। ভাবলাম সে পরে এসে আমার ব্লকে পরিচিত হয়ে যাবে। আমি গিয়ে মেয়েদের সাথে কথা বলি, তাদের দিক নিদর্শনা দিই। বলি যে, আমাদের মেনে চলবা, আমরা তোমাদের ভালোর জন্যই এসেছি, ভালো করব।’
শেলী বলেন, ‘কিন্তু একটা রুমে বাঁধন নামে এক মেয়ে ওই রুমের সকল মেয়েকে বলে কেউ বের হবি না। সেক্রেটারি নেই মানে এই ব্লকে কোনো নেতা নেই। তখন আমরা সিনিয়র হিসেবে রাগ হই এবং আমি তাঁর দিকে আঙুল দেখিয়ে বলি, তুমি কাকে কী বলছ? কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে সে আমার মুখে খামচি দেয়, আমার হিজাব খুলে ফেলে এবং আমার তলপেটে আঘাত করে। আমি তার গায়ে হাত দিইনি।’
শেলী অভিযোগ করে বলেন, ওই শিক্ষার্থীর বয়ফ্রেন্ড নাকি পুলিশের উপপরিদর্শক (এসআই)। এ জন্য সে কাউকে পাত্তা দেয় না। পরে সে নাটক করে মেডিকেলে গিয়ে ভুয়া রিপোর্ট বানিয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন বলেন, ‘আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা মিউচুয়াল করে নিয়েছি।’
উল্লেখ্য, গত ১৩ মে বেগম বদরুন্নেসা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে সোনালী আক্তার শেলী এবং সাধারণ সম্পাদক হিসেবে হাবীবা আক্তার সাইমুনকে মনোনীত করা হয়।

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগ সভাপতি সেলিনা আক্তার শেলীর বিরুদ্ধে নতুন আবাসিক হলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত শিক্ষার্থী নুসরাত জাহান বাঁধনের বড় ভাই আমিনুল ইসলাম বলেন, ‘আমার বোন বিকেলে কল দিয়ে বলেছে, তাঁকে সভাপতি শেলী প্রায় হুমকি দেয়, সিট নিয়ে ঝামেলা করে, অনেক সময় চাঁদা চায়। আজ সন্ধ্যায় শেলী দলবল নিয়ে তাঁর কক্ষে এসে তাঁকে রক্তাক্ত করে। খবর পেয়ে আমি কলেজে এসেছি।’
অভিযোগের বিষয়ে সেলিনা আক্তার শেলী বলেন, ‘আসলে আমি চাই যা হয়েছে তাই ছড়াক, মিথ্যা যেন না ছড়ায়। আমরা কমিটিতে আসার পর মেয়েদের সঙ্গে পরিচিত হইনি। আমার সাধারণ সম্পাদক নতুন বিল্ডিংয়ে আর আমি পুরাতন বিল্ডিংয়ে থাকি। আমি নতুন বিল্ডিংয়ে মেয়েদের সাথে পরিচিত হতে যাই, যদিও সেক্রেটারি ছিল না। ভাবলাম সে পরে এসে আমার ব্লকে পরিচিত হয়ে যাবে। আমি গিয়ে মেয়েদের সাথে কথা বলি, তাদের দিক নিদর্শনা দিই। বলি যে, আমাদের মেনে চলবা, আমরা তোমাদের ভালোর জন্যই এসেছি, ভালো করব।’
শেলী বলেন, ‘কিন্তু একটা রুমে বাঁধন নামে এক মেয়ে ওই রুমের সকল মেয়েকে বলে কেউ বের হবি না। সেক্রেটারি নেই মানে এই ব্লকে কোনো নেতা নেই। তখন আমরা সিনিয়র হিসেবে রাগ হই এবং আমি তাঁর দিকে আঙুল দেখিয়ে বলি, তুমি কাকে কী বলছ? কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে সে আমার মুখে খামচি দেয়, আমার হিজাব খুলে ফেলে এবং আমার তলপেটে আঘাত করে। আমি তার গায়ে হাত দিইনি।’
শেলী অভিযোগ করে বলেন, ওই শিক্ষার্থীর বয়ফ্রেন্ড নাকি পুলিশের উপপরিদর্শক (এসআই)। এ জন্য সে কাউকে পাত্তা দেয় না। পরে সে নাটক করে মেডিকেলে গিয়ে ভুয়া রিপোর্ট বানিয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন বলেন, ‘আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা মিউচুয়াল করে নিয়েছি।’
উল্লেখ্য, গত ১৩ মে বেগম বদরুন্নেসা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে সোনালী আক্তার শেলী এবং সাধারণ সম্পাদক হিসেবে হাবীবা আক্তার সাইমুনকে মনোনীত করা হয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে