নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে। দুয়েক মধ্যে তাকে আজিমপুর শিশু নিবাসে দেওয়া হবে।
আজ শনিবার ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক পরিচালক বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন কিছুটা ঠাণ্ডা-কাশি ছিল। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ। পুরোপুরি সুস্থ হলে আজিমপুর শিশুনিবাসে দেওয়া হবে।
আজ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একজন নারী পুলিশ সদস্য শিশুটির পরিচর্যা করছেন। শিশুটিকে ফিডারে করে দুধ দিচ্ছেন তিনি।
শিশুটিকে পরিচর্যার দায়িত্বে থাকা নার্স জিনাত রেহানা বলেন, সকাল থেকে এই শিশুটিকে নিয়েই আছি। এক পুলিশ সদস্য আছেন। তার একার পক্ষে সম্ভব হয় না। তাই আমিও সাহায্য করছি। ঠাণ্ডা ছাড়া শিশুটির শারীরিক কোনো সমস্যা নেই। তবে একটু পরপর ক্ষুধায় কান্নাকাটি করছে। তবে পেট ভরা থাকলে আর কান্নাকাটি করে না।
এদিকে শিশুটিকে দত্তক নিতে পুলিশের কাছে আগ্রহ প্রকাশ করেছেন শতাধিক নিঃসন্তান দম্পতি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে দত্তক নিতে শতাধিক পরিবার যোগাযোগ করেছে। আমরা যাচাই-বাছাই করে ভালো একটা পরিবারের কাছে তাকে দত্তক দেওয়ার কথা ভাবছি।
শিশুটির মায়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বাচ্চাটাকে ফেরত নিতে তাদের তেমন আগ্রহ নেই। আমরাও জোর করে দিতে চাই না। জোর করে দিলে আবার কোথাও ফেলে যাবে। যদি তার মা আগ্রহ দেখিয়ে নিয়ে যেতে চান, আমরা দিয়ে দিবো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে। দুয়েক মধ্যে তাকে আজিমপুর শিশু নিবাসে দেওয়া হবে।
আজ শনিবার ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক পরিচালক বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন কিছুটা ঠাণ্ডা-কাশি ছিল। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ। পুরোপুরি সুস্থ হলে আজিমপুর শিশুনিবাসে দেওয়া হবে।
আজ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একজন নারী পুলিশ সদস্য শিশুটির পরিচর্যা করছেন। শিশুটিকে ফিডারে করে দুধ দিচ্ছেন তিনি।
শিশুটিকে পরিচর্যার দায়িত্বে থাকা নার্স জিনাত রেহানা বলেন, সকাল থেকে এই শিশুটিকে নিয়েই আছি। এক পুলিশ সদস্য আছেন। তার একার পক্ষে সম্ভব হয় না। তাই আমিও সাহায্য করছি। ঠাণ্ডা ছাড়া শিশুটির শারীরিক কোনো সমস্যা নেই। তবে একটু পরপর ক্ষুধায় কান্নাকাটি করছে। তবে পেট ভরা থাকলে আর কান্নাকাটি করে না।
এদিকে শিশুটিকে দত্তক নিতে পুলিশের কাছে আগ্রহ প্রকাশ করেছেন শতাধিক নিঃসন্তান দম্পতি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে দত্তক নিতে শতাধিক পরিবার যোগাযোগ করেছে। আমরা যাচাই-বাছাই করে ভালো একটা পরিবারের কাছে তাকে দত্তক দেওয়ার কথা ভাবছি।
শিশুটির মায়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বাচ্চাটাকে ফেরত নিতে তাদের তেমন আগ্রহ নেই। আমরাও জোর করে দিতে চাই না। জোর করে দিলে আবার কোথাও ফেলে যাবে। যদি তার মা আগ্রহ দেখিয়ে নিয়ে যেতে চান, আমরা দিয়ে দিবো।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে