নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় চৈতি মজুমদার (২৫) নামের এক নারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক অভিষেক দাসকে (৩২) দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
ওই দিন উত্তরা পশ্চিম থানা-পুলিশ অভিষেক দাসকে আদালতে হাজির করে। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ সোমবার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নওশের।
গত রোববার চৈতী মজুমদার নামের ওই নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় বলা হয়—চৈতি ও অভিষেক দাস প্রান্ত উভয়ে গত দুই মাস যাবৎ ৫ নম্বর সেক্টরের ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। বসবাসকালীন অভিষেক দাস চৈতিকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিতেন। পরবর্তীতে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে, চৈতি আত্মহত্যা করেন।
এ আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গত শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতির রহস্যজনক মৃত্যু হয়।
তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্লানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন।
এ ঘটনার পর পরই চৈতির প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তার বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর অভিষেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রাজধানীর উত্তরায় চৈতি মজুমদার (২৫) নামের এক নারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক অভিষেক দাসকে (৩২) দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
ওই দিন উত্তরা পশ্চিম থানা-পুলিশ অভিষেক দাসকে আদালতে হাজির করে। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ সোমবার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নওশের।
গত রোববার চৈতী মজুমদার নামের ওই নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় বলা হয়—চৈতি ও অভিষেক দাস প্রান্ত উভয়ে গত দুই মাস যাবৎ ৫ নম্বর সেক্টরের ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। বসবাসকালীন অভিষেক দাস চৈতিকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিতেন। পরবর্তীতে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে, চৈতি আত্মহত্যা করেন।
এ আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গত শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতির রহস্যজনক মৃত্যু হয়।
তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্লানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন।
এ ঘটনার পর পরই চৈতির প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তার বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর অভিষেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১৪ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৩৯ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৪৪ মিনিট আগে