Ajker Patrika

করোনাকালে জনগণের পাশে আছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
করোনাকালে জনগণের পাশে আছে ডিএনসিসি

ঢাকা: করোনা পরিস্থিতিতে জনগণের পাশে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মহামারির এ সময়ে ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার দুপুরে কোভিড-১৯ ও লকডাউন পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এক সভায় একথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ভার্চ্যুয়াল পরিসরের এ সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

সভায় মেয়র বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগে প্রতি ওয়ার্ডের ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে সাহায্য করা হবে।

তিনি বলেন, ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ডিএনসিসি এলাকার ১৯০৭টি মসজিদের ইমামকে ২ হাজার ও মুয়াজ্জিনকে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরশনের কাউন্সিলরদের মাধ্যমে ১০ লক্ষ মাস্ক, ১ লক্ষ বোতল হ্যান্ড স্যানিটাইজার, দেড় লক্ষ সাবান, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, ২ হাজার বোতল লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হচ্ছে বলেও জানান মেয়র।

আতিকুল বলেন, পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে করোনাভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৫টি নগর মাতৃসদনে গত ৯ এপ্রিল থেকে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে। এছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা ও লকডাউন বাস্তবায়নে এবং কালোবাজারি, মজুদদারি, অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত