সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আল আমিন (২০) নামের এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মৃগী রোগ ছিল বলে জানান মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। অন্যদিকে সেই বক্তব্য অস্বীকার করেন মাদ্রাসাছাত্রের বড় ভাই। তাঁর দাবি, মৃত্যুর পর তাঁর ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার বেতুয়া গ্রামের মধ্যপাড়া এলাকার শামছুল আলমের ছেলে।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার অন্যান্য শিক্ষার্থী ফজরের নামাজ পড়তে উঠলেও আল আমিন শুয়ে ছিল। এ সময় মাদ্রাসার শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী ধাক্কা দিলে আল আমিনকে অচেতন অবস্থায় দেখা যায়। পরে আল আমিনের পরিবারকে বিষয়টি মোবাইলে জানানো হয়। খবর পেয়ে আল আমিনের মা অচেতন অবস্থায় আল আমিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল আহাদ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানতে পারলাম সে আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ছিল।’
কালিয়ান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল আমিনের মৃগী রোগ ছিল। ভোররাতে আল আমিনের অবস্থা গুরুতর জেনে ওর মাকে ডেকে এনে তিনজন ছাত্রসহ হাসপাতালে পাঠিয়ে দিই।’
এদিকে আল আমিনের বড় ভাই মিনহাজ উদ্দিন বলেন, ‘আমার ভাই আগেও অসুস্থ হইছিল ঠিক আছে, তবে তার কোনো মৃগী রোগ ছিল না। মৃত্যুর পর আমার ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।’
স্থানীয় ইউপি সদস্য ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসাইন বলেন, ‘আল আমিনের মৃত্যুর সুস্পষ্ট কারণ আল্লাহ ভালো জানেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হচ্ছে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইলের সখীপুরে আল আমিন (২০) নামের এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মৃগী রোগ ছিল বলে জানান মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। অন্যদিকে সেই বক্তব্য অস্বীকার করেন মাদ্রাসাছাত্রের বড় ভাই। তাঁর দাবি, মৃত্যুর পর তাঁর ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার বেতুয়া গ্রামের মধ্যপাড়া এলাকার শামছুল আলমের ছেলে।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার অন্যান্য শিক্ষার্থী ফজরের নামাজ পড়তে উঠলেও আল আমিন শুয়ে ছিল। এ সময় মাদ্রাসার শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী ধাক্কা দিলে আল আমিনকে অচেতন অবস্থায় দেখা যায়। পরে আল আমিনের পরিবারকে বিষয়টি মোবাইলে জানানো হয়। খবর পেয়ে আল আমিনের মা অচেতন অবস্থায় আল আমিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল আহাদ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানতে পারলাম সে আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ছিল।’
কালিয়ান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল আমিনের মৃগী রোগ ছিল। ভোররাতে আল আমিনের অবস্থা গুরুতর জেনে ওর মাকে ডেকে এনে তিনজন ছাত্রসহ হাসপাতালে পাঠিয়ে দিই।’
এদিকে আল আমিনের বড় ভাই মিনহাজ উদ্দিন বলেন, ‘আমার ভাই আগেও অসুস্থ হইছিল ঠিক আছে, তবে তার কোনো মৃগী রোগ ছিল না। মৃত্যুর পর আমার ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।’
স্থানীয় ইউপি সদস্য ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসাইন বলেন, ‘আল আমিনের মৃত্যুর সুস্পষ্ট কারণ আল্লাহ ভালো জানেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হচ্ছে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে