নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশীদের লম্বা লাইন। টিকিট না দিয়ে অন্য কাউন্টারে গিয়ে খোশগল্প আর ফোনে কথা বলতে মত্ত কাউন্টারকর্মী জেনি। মিনিটের পর মিনিট এই কাণ্ড দেখে অতিষ্ঠ হয়ে পড়েন টিকিটপ্রত্যাশীরা। প্রতিবাদ করার ভিডিও করতে যাওয়ায় কাউন্টারম্যান ও রেলকর্মীদের মারধরের শিকার হয়েছেন একজন যাত্রী।
কমলাপুর রেলস্টেশনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যাত্রী যমুনা টেলিভিশনের বার্তাকক্ষ সিনিয়র সম্পাদক রাসেল শেখ। তিনি জানান, তাঁর বাবা চার দিন ধরে অসুস্থ। তাই জরুরি ভিত্তিতে ময়মনসিংহে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে কমলাপুরে যান। রানিং গাড়ির টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর পর দেখেন দীর্ঘক্ষণ কেউ টিকিট পাচ্ছেন না। এগিয়ে গিয়ে দেখেন কাউন্টারে কেউ নেই। যিনি থাকার কথা সেই নারী অন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। আরও বেশ কিছু সময় অপেক্ষা করার পরও দেখেন ওই নারীর কথা বলা শেষ হয় না।
একপর্যায়ে সাংবাদিক রাসেল ওই নারী কাউন্টারকর্মীকে ডাক দিয়ে কারণ জানতে চেয়ে নিজের মোবাইল ফোনে রেকর্ড করার চেষ্টা করেন। এটা দেখেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগী রাসেলের। রাসেলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তাৎক্ষণিকভাবে দুই-তিনজন আনসার ও আরএনবির সদস্য পাঠিয়ে রাসেলকে তুলে নিয়ে যান কাউন্টারের ভেতরে। কাউন্টার লাইনের পেছনে অ্যাকাউন্টস রুমে নিয়ে যাওয়া হয় তাঁকে। এ সময় রাসেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর আইডি কার্ড দেখান। হঠাৎ দাড়িওয়ালা এক কাউন্টারম্যান এসে রাসেলকে পেটে, পিঠে ও মাথায় চড় মারেন। ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেন।
এ সময় রাসেল কমলাপুরে ঈদযাত্রা কভার করতে আসা যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসানকে ঘটনাটি জানান। শাকিল ঘটনাস্থলে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে নিয়ে হাজির হন।
পরে স্টেশন ম্যানেজারের সামনে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ অস্বীকার করে উল্টো রাসেলকে দোষারোপ করতে থাকেন হামলাকারীরা। দুই পক্ষের কাছে ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। অভিযুক্ত কাউন্টারকর্মীদের প্রত্যাহার ও বদলির সুপারিশ করা হবে বলে আশ্বাস দেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। ঘটনার পর থেকে কাউন্টার এলাকা থেকে পালিয়ে যান মারধর করা কাউন্টারম্যান। আর টিকিট না দিয়ে ফোনে কথা বলা রেলকর্মী জেনি কোনো সাংবাদিক তাঁর কিছু করতে পারবেন না বলে হুমকি দেন।

কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশীদের লম্বা লাইন। টিকিট না দিয়ে অন্য কাউন্টারে গিয়ে খোশগল্প আর ফোনে কথা বলতে মত্ত কাউন্টারকর্মী জেনি। মিনিটের পর মিনিট এই কাণ্ড দেখে অতিষ্ঠ হয়ে পড়েন টিকিটপ্রত্যাশীরা। প্রতিবাদ করার ভিডিও করতে যাওয়ায় কাউন্টারম্যান ও রেলকর্মীদের মারধরের শিকার হয়েছেন একজন যাত্রী।
কমলাপুর রেলস্টেশনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যাত্রী যমুনা টেলিভিশনের বার্তাকক্ষ সিনিয়র সম্পাদক রাসেল শেখ। তিনি জানান, তাঁর বাবা চার দিন ধরে অসুস্থ। তাই জরুরি ভিত্তিতে ময়মনসিংহে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে কমলাপুরে যান। রানিং গাড়ির টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর পর দেখেন দীর্ঘক্ষণ কেউ টিকিট পাচ্ছেন না। এগিয়ে গিয়ে দেখেন কাউন্টারে কেউ নেই। যিনি থাকার কথা সেই নারী অন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। আরও বেশ কিছু সময় অপেক্ষা করার পরও দেখেন ওই নারীর কথা বলা শেষ হয় না।
একপর্যায়ে সাংবাদিক রাসেল ওই নারী কাউন্টারকর্মীকে ডাক দিয়ে কারণ জানতে চেয়ে নিজের মোবাইল ফোনে রেকর্ড করার চেষ্টা করেন। এটা দেখেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগী রাসেলের। রাসেলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তাৎক্ষণিকভাবে দুই-তিনজন আনসার ও আরএনবির সদস্য পাঠিয়ে রাসেলকে তুলে নিয়ে যান কাউন্টারের ভেতরে। কাউন্টার লাইনের পেছনে অ্যাকাউন্টস রুমে নিয়ে যাওয়া হয় তাঁকে। এ সময় রাসেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর আইডি কার্ড দেখান। হঠাৎ দাড়িওয়ালা এক কাউন্টারম্যান এসে রাসেলকে পেটে, পিঠে ও মাথায় চড় মারেন। ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেন।
এ সময় রাসেল কমলাপুরে ঈদযাত্রা কভার করতে আসা যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসানকে ঘটনাটি জানান। শাকিল ঘটনাস্থলে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে নিয়ে হাজির হন।
পরে স্টেশন ম্যানেজারের সামনে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ অস্বীকার করে উল্টো রাসেলকে দোষারোপ করতে থাকেন হামলাকারীরা। দুই পক্ষের কাছে ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। অভিযুক্ত কাউন্টারকর্মীদের প্রত্যাহার ও বদলির সুপারিশ করা হবে বলে আশ্বাস দেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। ঘটনার পর থেকে কাউন্টার এলাকা থেকে পালিয়ে যান মারধর করা কাউন্টারম্যান। আর টিকিট না দিয়ে ফোনে কথা বলা রেলকর্মী জেনি কোনো সাংবাদিক তাঁর কিছু করতে পারবেন না বলে হুমকি দেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে