নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার ও হাতকড়া পরানোর প্রতিবাদ এবং তিনিসহ গ্রেপ্তার আইনজীবীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ছাড়াও বক্তব্য রাখেন—আইনজীবী ইউনুস আলী আকন্দ, বারের সাবেক সহ সম্পাদক শামীমা দীপ্তি, ব্যারিস্টার তৌফিক ইমাম, মামুন চৌধুরী, সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান খান, সাবেক নির্বাচিত সদস্য কাজী আখতার হোসেন, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, শফিকুল ইসলাম, মেহবুব হোসেন, ব্যারিস্টার আশরাফ রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘যে ঘটনায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে সে ঘটনার ভিডিও ফুটেজ থেকে এটা প্রমাণিত যে, ঘটনার সঙ্গে তাঁর দূরতম সম্পর্কও ছিল না। বিনা অপরাধে শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি, বরং ৪ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তাঁকে হাতকড়াও পরানো হয়েছে। যা আইন ও সংবিধান পরিপন্থী। আইনজীবী হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার।’
সিনিয়র আইনজীবী মহসিন রশিদ বলেন, ‘আমি জানি কাজল সাহেব সেখানে ছিলেন না। যদি আইনজীবীদের জামিন না দেওয়া হয়, তাহলে আমরা ধরে নেব যে, দেশে আইনের শাসন নেই, ইনসাফ নেই।’
মানববন্ধনে কাগজে প্রিন্টকৃত হাতকড়া ছিঁড়ে রুহুল কুদ্দুস কাজলকে হাতকড়া পরানোর প্রতীকী প্রতিবাদ জানানো হয়। এছাড়া প্রতিবাদ হিসেবে মুখে কালো মাস্ক পড়েন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার ও হাতকড়া পরানোর প্রতিবাদ এবং তিনিসহ গ্রেপ্তার আইনজীবীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ছাড়াও বক্তব্য রাখেন—আইনজীবী ইউনুস আলী আকন্দ, বারের সাবেক সহ সম্পাদক শামীমা দীপ্তি, ব্যারিস্টার তৌফিক ইমাম, মামুন চৌধুরী, সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান খান, সাবেক নির্বাচিত সদস্য কাজী আখতার হোসেন, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, শফিকুল ইসলাম, মেহবুব হোসেন, ব্যারিস্টার আশরাফ রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘যে ঘটনায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে সে ঘটনার ভিডিও ফুটেজ থেকে এটা প্রমাণিত যে, ঘটনার সঙ্গে তাঁর দূরতম সম্পর্কও ছিল না। বিনা অপরাধে শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি, বরং ৪ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তাঁকে হাতকড়াও পরানো হয়েছে। যা আইন ও সংবিধান পরিপন্থী। আইনজীবী হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার।’
সিনিয়র আইনজীবী মহসিন রশিদ বলেন, ‘আমি জানি কাজল সাহেব সেখানে ছিলেন না। যদি আইনজীবীদের জামিন না দেওয়া হয়, তাহলে আমরা ধরে নেব যে, দেশে আইনের শাসন নেই, ইনসাফ নেই।’
মানববন্ধনে কাগজে প্রিন্টকৃত হাতকড়া ছিঁড়ে রুহুল কুদ্দুস কাজলকে হাতকড়া পরানোর প্রতীকী প্রতিবাদ জানানো হয়। এছাড়া প্রতিবাদ হিসেবে মুখে কালো মাস্ক পড়েন আইনজীবীরা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে