নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে। গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর সিআইডি হেফাজতে নেন।
ওই দিন রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ৫ আগস্ট এই মামলায় তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বাসা থেকে বিদেশি মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী তার বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, চার গ্রাম আইস মাদক ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে। গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর সিআইডি হেফাজতে নেন।
ওই দিন রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ৫ আগস্ট এই মামলায় তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বাসা থেকে বিদেশি মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী তার বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, চার গ্রাম আইস মাদক ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৮ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২০ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২২ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে