প্রতিনিধি

নড়িয়া: শরীয়তপুরের সদর উপজেলার ধানুকা থেকে চুরি হওয়া ৫ মাস বয়সী এক শিশুকে নড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিরঙ্গল গ্রামে একটি বাড়ি থেকে নড়িয়া থানা-পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিশুটির নাম মাহমুদ হাসান। মাহমুদ সদর উপজেলার পৌরসভার ধানুকা এলাকার বিল্লাল হোসেন ব্যাপারীর ছেলে।
এ ঘটনায় তানিয়া শিকদার (৩০) নামে নারীকে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের অজিত শিকদারের মেয়ে।
এর আগে গত শুক্রবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ধানুকায় শিশুটিকে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় তানিয়ার নামের ওই নারী। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, কিছুদিন আগে ধানুকা এলাকায় বিল্লাল হোসেন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন তানিয়া শিকদার। তিন মাস আগে ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি। শুক্রবার ওই বাড়িতে বেড়াতে এসে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে নিয়ে পালিয়ে যায় তানিয়া। শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। বাড়ির সামনের একটি সিসি ক্যামেরায় দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছেন তানিয়া। এরপর স্বজনরা শিশুটির ছবি, ওই নারীর ছবি ও সিসি ক্যামেরার চুরির দৃশ্যের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক ওই ছবি দেখে শিশুর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে তাঁর দেওয়া ঠিকানায় সিরঙ্গল গিয়ে নড়িয়া থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় তানিয়া শিকদারকে আটক করা হয়।
শিশুটির বাবা বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, ‘তানিয়া আগে আমাদের বাসায় ভাড়া থাকতেন। সেই সুবাদে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরও মাঝে মাঝে বেড়াতে আসতেন। শুক্রবারও স্বাভাবিকভাবে আসছিলেন। আমার ছেলেটিতে তার কোলে রেখে আমি জুমার নামাজ পরতে যাই। সেই সুযোগে তানিয়া আমার ছেলেকে নিয়ে পালায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, ‘শিশুটিকে সিরঙ্গল গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। যেহেতু শরীয়তপুর সদরের ঘটনা, তাই সদরের পালং মডেল থানায় মামলা হবে।’

নড়িয়া: শরীয়তপুরের সদর উপজেলার ধানুকা থেকে চুরি হওয়া ৫ মাস বয়সী এক শিশুকে নড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিরঙ্গল গ্রামে একটি বাড়ি থেকে নড়িয়া থানা-পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিশুটির নাম মাহমুদ হাসান। মাহমুদ সদর উপজেলার পৌরসভার ধানুকা এলাকার বিল্লাল হোসেন ব্যাপারীর ছেলে।
এ ঘটনায় তানিয়া শিকদার (৩০) নামে নারীকে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের অজিত শিকদারের মেয়ে।
এর আগে গত শুক্রবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ধানুকায় শিশুটিকে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় তানিয়ার নামের ওই নারী। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, কিছুদিন আগে ধানুকা এলাকায় বিল্লাল হোসেন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন তানিয়া শিকদার। তিন মাস আগে ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি। শুক্রবার ওই বাড়িতে বেড়াতে এসে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে নিয়ে পালিয়ে যায় তানিয়া। শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। বাড়ির সামনের একটি সিসি ক্যামেরায় দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছেন তানিয়া। এরপর স্বজনরা শিশুটির ছবি, ওই নারীর ছবি ও সিসি ক্যামেরার চুরির দৃশ্যের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক ওই ছবি দেখে শিশুর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে তাঁর দেওয়া ঠিকানায় সিরঙ্গল গিয়ে নড়িয়া থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় তানিয়া শিকদারকে আটক করা হয়।
শিশুটির বাবা বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, ‘তানিয়া আগে আমাদের বাসায় ভাড়া থাকতেন। সেই সুবাদে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরও মাঝে মাঝে বেড়াতে আসতেন। শুক্রবারও স্বাভাবিকভাবে আসছিলেন। আমার ছেলেটিতে তার কোলে রেখে আমি জুমার নামাজ পরতে যাই। সেই সুযোগে তানিয়া আমার ছেলেকে নিয়ে পালায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, ‘শিশুটিকে সিরঙ্গল গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। যেহেতু শরীয়তপুর সদরের ঘটনা, তাই সদরের পালং মডেল থানায় মামলা হবে।’

কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে
৯ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে