
রেজিস্ট্রেশন ছাড়াই আজ রোববার থেকে করোনার টিকা পাবেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকেরা সরাসরি কারখানায় থেকেই করোনার টিকা নিতে পারবেন। এ বিষয়টি গতকাল শনিবার রাতে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান।
সিভিল সার্জন আরও জানান, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গাজীপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সভায় লকডাউন বাস্তবায়নে কারখানা খোলা রাখার বিষয়টি আলোচিত হলে আলোচনার একপর্যায়ে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন গাজীপুরে পোশাক কারখানাগুলোতে পর্যায়ক্রমিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধে গণ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। যে কারখানায় টিকা দেওয়া হবে সে কারখানার সমস্ত শ্রমিককে একই সময়ে টিকা প্রদান করা হবে। এটি বাস্তবায়ন শুরু হবে আজ রোববার।
ডা. খাইরুজ্জামান বলেন, প্রথম ডোজ টিকা গ্রহণের জন্য শ্রমিকদের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, তবে দ্বিতীয় ডোজ দেওয়ার পূর্বে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। এর জন্য ইতিমধ্যে শ্রমিকদের প্রথম ডোজ টিকা প্রদানের জন্য এনআইডি সংগ্রহ করে একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।
প্রথম পর্যায়ে চারটি পোশাক কারখানায় রোববার টিকা প্রদান করা হবে সেগুলো হল, গাজীপুর মহানগরীর বিসিক শিল্প এলাকা কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা ডেনিম ও তুসুকা অ্যাপারেলস, লক্ষীপুরা এলাকার স্প্যারো অ্যাপারলেস লিমিটেড ও ভোগড়া এলাকার রোজ গার্ডেন। যাদের বয়স কমপক্ষে ১৮ বছর তাঁরাই এই টিকা পাবেন।
সিভিল সার্জন আরও জানান, রোববার সকাল ৯টায় কোনাবাড়ীতে তুসুকা ডেনিম কারখানায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ও তিনি নিজে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময়ে অপর কারখানাগুলোতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। রোববারই প্রায় ১০ হাজার পোশাক শ্রমিককে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে