সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকায় ইট-বালুর ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও মধ্যপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০), মো. মামুন (৩৫) ও মো. হোসেন (৩৫)। প্রথম তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর মো. হোসেনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত রাকিবুল হাসান জানান, তাঁর বাবা বিএনপির কর্মী মনির হোসেন। তিনি নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেছিলেন। এ নিয়ে নয়াগাঁও পশ্চিম পাড়ার যুবদল কর্মী মানিক মাদবরের সঙ্গে বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুরে রাকিবুল ও তাঁর চাচারা গদিতে বসে থাকার সময় মানিক মাদবরের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপায়।
হামলার পরে রাকিবুলের পক্ষের নতুনগাঁও এলাকার শরিফ মিয়ার তিনতলা ভবনের জানালার কাচ ভাঙা অবস্থায় পাওয়া যায়। দুর্বৃত্তরা ওই বাসার সিসিটিভি ক্যামেরাও ভেঙে নিয়ে গেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যুবদল কর্মী মানিক মাদবর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মনির হোসেন বড় মসজিদ সংলগ্ন সড়কের পাশে ইট-বালুর গদি বসিয়ে এলাকায় রাজত্ব কায়েম করছেন। এলাকাবাসী এই হামলা করেছে বলে শুনেছি। আমার নাম ভুলভাবে জড়ানো হচ্ছে।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকায় ইট-বালুর ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও মধ্যপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০), মো. মামুন (৩৫) ও মো. হোসেন (৩৫)। প্রথম তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর মো. হোসেনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত রাকিবুল হাসান জানান, তাঁর বাবা বিএনপির কর্মী মনির হোসেন। তিনি নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেছিলেন। এ নিয়ে নয়াগাঁও পশ্চিম পাড়ার যুবদল কর্মী মানিক মাদবরের সঙ্গে বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুরে রাকিবুল ও তাঁর চাচারা গদিতে বসে থাকার সময় মানিক মাদবরের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপায়।
হামলার পরে রাকিবুলের পক্ষের নতুনগাঁও এলাকার শরিফ মিয়ার তিনতলা ভবনের জানালার কাচ ভাঙা অবস্থায় পাওয়া যায়। দুর্বৃত্তরা ওই বাসার সিসিটিভি ক্যামেরাও ভেঙে নিয়ে গেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যুবদল কর্মী মানিক মাদবর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মনির হোসেন বড় মসজিদ সংলগ্ন সড়কের পাশে ইট-বালুর গদি বসিয়ে এলাকায় রাজত্ব কায়েম করছেন। এলাকাবাসী এই হামলা করেছে বলে শুনেছি। আমার নাম ভুলভাবে জড়ানো হচ্ছে।’
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
২ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে