উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিমানবন্দর এলাকায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। এ ছাড়া র্যাব, ডিবির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নজরদারি করতে দেখা যায়।
সরেজমিনে, বিমানবন্দর গোলচক্কর থেকে টার্মিনাল পর্যন্ত, ভিআইপি গেট, হ্যাঙ্গার গেট, সিভিল অ্যাভিয়েশন সংলগ্ন প্রবেশ পথে এমন নিরাপত্তা জোরদার থাকতে দেখা যায়। এ ছাড়া বেগম খালেদা জিয়ার বাস ভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কেও অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়।
নিরাপত্তা প্রসঙ্গে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ‘বিমানবন্দর কেন্দ্রিক অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ থাকবে। এ ছাড়া বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সিভিল অ্যাভিয়েশনের সদস্যরা তো আছেই। মাঠে রয়েছে র্যাবও।’
অপরদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, ‘ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিমানবন্দর সড়কটি গুরুত্বপূর্ণ। তাই সেখানে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি।’
অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়্যাল কাতার ‘আমারি এয়ার অ্যাম্বুলেন্সে’ করে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল, যাতে সড়কে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন না ঘটে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিমানবন্দর এলাকায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়। এ ছাড়া র্যাব, ডিবির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নজরদারি করতে দেখা যায়।
সরেজমিনে, বিমানবন্দর গোলচক্কর থেকে টার্মিনাল পর্যন্ত, ভিআইপি গেট, হ্যাঙ্গার গেট, সিভিল অ্যাভিয়েশন সংলগ্ন প্রবেশ পথে এমন নিরাপত্তা জোরদার থাকতে দেখা যায়। এ ছাড়া বেগম খালেদা জিয়ার বাস ভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কেও অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়।
নিরাপত্তা প্রসঙ্গে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ‘বিমানবন্দর কেন্দ্রিক অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ থাকবে। এ ছাড়া বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সিভিল অ্যাভিয়েশনের সদস্যরা তো আছেই। মাঠে রয়েছে র্যাবও।’
অপরদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, ‘ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিমানবন্দর সড়কটি গুরুত্বপূর্ণ। তাই সেখানে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি।’
অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়্যাল কাতার ‘আমারি এয়ার অ্যাম্বুলেন্সে’ করে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল, যাতে সড়কে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন না ঘটে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৮ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৩৯ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৪১ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে