আজকের পত্রিকা ডেস্ক

হাতিরঝিল প্রকল্প ও পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে করা মানববন্ধনে আন্দোলনকর্মী ও এক্সপ্রেসওয়ের ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। আজ রোববার কারওয়ান বাজার রেলক্রসিং-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।
কারওয়ান বাজার রেলক্রসিংয়ের কাছে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। মানববন্ধনকারীরা অভিযোগ করেছেন, তাঁদের অবস্থান কর্মসূচির ফলে কাজের ব্যাঘাত ঘটছে এমন কথা বলে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথমে ওপরে কাজের জায়গা থেকে বিদ্রূপ ও গালাগাল করতে থাকেন।
একপর্যায়ে এক কর্মকর্তা নিচে এসে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমীরুল রাজিবের সঙ্গে বিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে আমীরুল রাজিব বলেন, ‘চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ওপর থেকে আমাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। এখানে সমাবেশ করতে পারব, এটা তো আমাদের নাগরিক অধিকার। আমরা তাঁদের কাজে কোনো বাধা দিইনি। শুধু আবেদন জানাতে এসেছি যে পান্থকুঞ্জ-হাতিরঝিল ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পরিকল্পনা বাতিল করতে হবে।’
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক ইবনুল সাঈদ রানা, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সহসমন্বয়ক নয়ন সরকার প্রমুখ।
আদিল মুহাম্মদ খান সাংবাদিকদের বলেন, ‘এই প্রকল্প সব পরিবেশ আইন, জলাধার সংরক্ষণ আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রকল্পের জন্য পান্থকুঞ্জ পার্কটিকে ধ্বংস করা হয়েছে এবং হাতিরঝিল জলাধার ধ্বংস করা হচ্ছে। আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই সংযোগ সড়কের প্রকল্প বাতিল করবে। জলাধার দিবসে সরকারি সংস্থাগুলোর দায়িত্ব ছিল এখানে এসে দাঁড়ানোর। এই যে জনগণের মালিকানার জলাধার ভরাট করা হয়েছে, তা তারা দেখতে পেত। তা না করে তারা চার দেয়ালের ভেতরে বসে অনুষ্ঠান করছে।’

হাতিরঝিল প্রকল্প ও পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে করা মানববন্ধনে আন্দোলনকর্মী ও এক্সপ্রেসওয়ের ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। আজ রোববার কারওয়ান বাজার রেলক্রসিং-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।
কারওয়ান বাজার রেলক্রসিংয়ের কাছে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। মানববন্ধনকারীরা অভিযোগ করেছেন, তাঁদের অবস্থান কর্মসূচির ফলে কাজের ব্যাঘাত ঘটছে এমন কথা বলে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথমে ওপরে কাজের জায়গা থেকে বিদ্রূপ ও গালাগাল করতে থাকেন।
একপর্যায়ে এক কর্মকর্তা নিচে এসে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমীরুল রাজিবের সঙ্গে বিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে আমীরুল রাজিব বলেন, ‘চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ওপর থেকে আমাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। এখানে সমাবেশ করতে পারব, এটা তো আমাদের নাগরিক অধিকার। আমরা তাঁদের কাজে কোনো বাধা দিইনি। শুধু আবেদন জানাতে এসেছি যে পান্থকুঞ্জ-হাতিরঝিল ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পরিকল্পনা বাতিল করতে হবে।’
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক ইবনুল সাঈদ রানা, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সহসমন্বয়ক নয়ন সরকার প্রমুখ।
আদিল মুহাম্মদ খান সাংবাদিকদের বলেন, ‘এই প্রকল্প সব পরিবেশ আইন, জলাধার সংরক্ষণ আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রকল্পের জন্য পান্থকুঞ্জ পার্কটিকে ধ্বংস করা হয়েছে এবং হাতিরঝিল জলাধার ধ্বংস করা হচ্ছে। আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই সংযোগ সড়কের প্রকল্প বাতিল করবে। জলাধার দিবসে সরকারি সংস্থাগুলোর দায়িত্ব ছিল এখানে এসে দাঁড়ানোর। এই যে জনগণের মালিকানার জলাধার ভরাট করা হয়েছে, তা তারা দেখতে পেত। তা না করে তারা চার দেয়ালের ভেতরে বসে অনুষ্ঠান করছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৯ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে