উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বাড্ডা এলাকা থেকে হারিয়ে যাওয়া শাহিনুর রহমান (৮) নামের এক শিশুকে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে বিমানবন্দর থানা-পুলিশ।
মামির সঙ্গে অভিমান করে বুধবার সকালে বাসা থেকে একাই বের হয়ে হারিয়ে যান শাহিনুর। পরবর্তীতে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। অতপর বিমানবন্দর থানা-পুলিশ তাকে বুধবার রাত ২টার দিকে ওই শিশুর মামা রুবেল মিয়ার কাছে বুঝিয়ে দেন।
হারিয়ে যাওয়া ওই শিশুটি হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শিমুলচড়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ এলাকায় থাকেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলম আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দর এলাকায় ওই শিশুটি ভাসমান অবস্থায় ঘোরাফেরা করছিল। পরে শিশুটি তার ঠিকানা বলতে না পারায় বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করে।
তখন শাহিনুর তার গ্রামের নাম এবং ঢাকার ঠিকানা বলতে পারছিল না। শুধু শেরপুরের শ্রীবর্দী থানা এলাকায় থাকে বলে জানাতে পেরেছে। পরে শ্রীবরদী উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে এবং পরে শিশুটির ছবি পাঠিয়ে দিয়ে খোঁজাখুঁজি করে তার পরিচয় নিশ্চিত করা হয়। তখন গ্রামের বাড়ি থেকে ঢাকায় বসবাসকারী মামার ফোন নম্বর নিয়ে তাকে ডেকে নিয়ে এসে তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এসআই জাহাঙ্গীর বলেন, শিশুটির বাবা নেই। মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। তাই মামার বাড়িতে থাকে। তার মামির সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে হারিয়ে গিয়েছিল শাহিনুর।
শিশু শাহিনুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'মামি বাসা থেকে খেদাইয়া দিছে। তাই হাটতে হাটতে এখানে চলে আইছি। পরে হারিয়ে গেছি।'
অপরদিক শিশুটির মামা মো. রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'ওরা আর্থিক অসচ্ছল। আগে আমার বাবা পালতো। বাবা মারা যাওয়ার পর এখন আমি লালনপালন করি। শাহিনুর তিন হাজার টাকা বেতনে বেরাইদের একটি শোরুমে কাজ করে। প্রতিনিয়তের মত আজও কাজে গিয়েছিল। কিন্তু কাজ শেষ করে রাতে বাসায় ফেরেনি। পরে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।'

রাজধানীর বাড্ডা এলাকা থেকে হারিয়ে যাওয়া শাহিনুর রহমান (৮) নামের এক শিশুকে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে বিমানবন্দর থানা-পুলিশ।
মামির সঙ্গে অভিমান করে বুধবার সকালে বাসা থেকে একাই বের হয়ে হারিয়ে যান শাহিনুর। পরবর্তীতে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। অতপর বিমানবন্দর থানা-পুলিশ তাকে বুধবার রাত ২টার দিকে ওই শিশুর মামা রুবেল মিয়ার কাছে বুঝিয়ে দেন।
হারিয়ে যাওয়া ওই শিশুটি হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শিমুলচড়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ এলাকায় থাকেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলম আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দর এলাকায় ওই শিশুটি ভাসমান অবস্থায় ঘোরাফেরা করছিল। পরে শিশুটি তার ঠিকানা বলতে না পারায় বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করে।
তখন শাহিনুর তার গ্রামের নাম এবং ঢাকার ঠিকানা বলতে পারছিল না। শুধু শেরপুরের শ্রীবর্দী থানা এলাকায় থাকে বলে জানাতে পেরেছে। পরে শ্রীবরদী উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে এবং পরে শিশুটির ছবি পাঠিয়ে দিয়ে খোঁজাখুঁজি করে তার পরিচয় নিশ্চিত করা হয়। তখন গ্রামের বাড়ি থেকে ঢাকায় বসবাসকারী মামার ফোন নম্বর নিয়ে তাকে ডেকে নিয়ে এসে তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এসআই জাহাঙ্গীর বলেন, শিশুটির বাবা নেই। মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। তাই মামার বাড়িতে থাকে। তার মামির সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে হারিয়ে গিয়েছিল শাহিনুর।
শিশু শাহিনুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'মামি বাসা থেকে খেদাইয়া দিছে। তাই হাটতে হাটতে এখানে চলে আইছি। পরে হারিয়ে গেছি।'
অপরদিক শিশুটির মামা মো. রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'ওরা আর্থিক অসচ্ছল। আগে আমার বাবা পালতো। বাবা মারা যাওয়ার পর এখন আমি লালনপালন করি। শাহিনুর তিন হাজার টাকা বেতনে বেরাইদের একটি শোরুমে কাজ করে। প্রতিনিয়তের মত আজও কাজে গিয়েছিল। কিন্তু কাজ শেষ করে রাতে বাসায় ফেরেনি। পরে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।'

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে