নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের (উত্তর-দক্ষিণ) ময়লার গাড়ির চাপায় ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ।
সিটি করপোরেশন সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কা গত ৩ বছরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় বেশির ভাগই মূল চালকের বদলে হেলপার বা বদলি চালক গাড়ি চালিয়েছে।
শিশু মাহিনকে চাপা দেওয়া ডিএসসিসির ময়লাবাহী গাড়িটিও ভাড়া করা চালক দিয়ে চালানো হয়েছিল। গাড়িটি যার নামে বরাদ্দ ছিল, সেই চালক আবার দৈনিক চুক্তিতে লাইসেন্সবিহীন এক চালকের কাছে ভাড়া দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার মাহিনকে চাপা দেয় গাড়ি। চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার মাহিনের মরদেহ দাফন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে মাহিনের বাসায় ছিল শোকের মাতম। প্রাণচঞ্চল স্বভাবের ছেলেটির এভাবে হারিয়ে যাবে তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না মা জ্যোৎস্না বেগম। কাঁদতে কাঁদতে বারবার অচেতন হয়ে পড়ছিলেন। আর বাবা মাসুম আহমেদ যেন শোকে পাথর হয়ে গেছেন।
কান্না জড়িত কণ্ঠে মাহিনের মা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যাও আমার কাছে ছিল মাহিন। আর এখন আর আমার মাহিন নাই। মাহিনের স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে।’
তিনি আরও বলেন, বড় ছেলেকে নিয়ে স্বপ্ন দেখলেও অর্থাভাবে সেটা পূরণ হয়নি। মাহিনকে ঘিরেই ছিল তাদের সব স্বপ্ন। মাহিনের সঙ্গে মতিঝিল আইডিয়ালের তৃতীয় শ্রেণিতে পড়ে তার একমাত্র বোন ফাতেমা আক্তার আফরিন। তারা এক সঙ্গে স্কুলে যাওয়া আসা করত। এখন কী করে মেয়ে স্কুলে যাবে, সেই চিন্তা মায়ের।
এ ঘটনায় মাহিনের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গাড়িটি যিনি চালাচ্ছিলেন তাঁকে হাতে না হাতে গ্রেপ্তারও করা হয়।
এ বিষয়ে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হোসাইন বলেন, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন হেলপার মো. রুবেল। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া তিনি প্রথমে দাবি করেন, তার ড্রাইভিং লাইসেন্স আছে। তবে তিনি তা দেখাতে পারেননি।
সিটি করপোরেশনের সূত্র জানিয়েছে, গাড়ির মূল চালক কামাল হোসেন। তিনি গাড়িটি রুবেলের কাছে ভাড়া দিয়েছিলেন। কামালের বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছে সিটি করপোরেশন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
অভিযোগের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের বলেন, এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই গাড়ির হেলপার ছিলেন।
এদিকে ঘটনার পরপরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিহত স্কুল শিক্ষার্থী মাহিন আহমেদের পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান। তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় কঠোরতর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের (উত্তর-দক্ষিণ) ময়লার গাড়ির চাপায় ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ।
সিটি করপোরেশন সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কা গত ৩ বছরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় বেশির ভাগই মূল চালকের বদলে হেলপার বা বদলি চালক গাড়ি চালিয়েছে।
শিশু মাহিনকে চাপা দেওয়া ডিএসসিসির ময়লাবাহী গাড়িটিও ভাড়া করা চালক দিয়ে চালানো হয়েছিল। গাড়িটি যার নামে বরাদ্দ ছিল, সেই চালক আবার দৈনিক চুক্তিতে লাইসেন্সবিহীন এক চালকের কাছে ভাড়া দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার মাহিনকে চাপা দেয় গাড়ি। চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার মাহিনের মরদেহ দাফন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে মাহিনের বাসায় ছিল শোকের মাতম। প্রাণচঞ্চল স্বভাবের ছেলেটির এভাবে হারিয়ে যাবে তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না মা জ্যোৎস্না বেগম। কাঁদতে কাঁদতে বারবার অচেতন হয়ে পড়ছিলেন। আর বাবা মাসুম আহমেদ যেন শোকে পাথর হয়ে গেছেন।
কান্না জড়িত কণ্ঠে মাহিনের মা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যাও আমার কাছে ছিল মাহিন। আর এখন আর আমার মাহিন নাই। মাহিনের স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে।’
তিনি আরও বলেন, বড় ছেলেকে নিয়ে স্বপ্ন দেখলেও অর্থাভাবে সেটা পূরণ হয়নি। মাহিনকে ঘিরেই ছিল তাদের সব স্বপ্ন। মাহিনের সঙ্গে মতিঝিল আইডিয়ালের তৃতীয় শ্রেণিতে পড়ে তার একমাত্র বোন ফাতেমা আক্তার আফরিন। তারা এক সঙ্গে স্কুলে যাওয়া আসা করত। এখন কী করে মেয়ে স্কুলে যাবে, সেই চিন্তা মায়ের।
এ ঘটনায় মাহিনের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গাড়িটি যিনি চালাচ্ছিলেন তাঁকে হাতে না হাতে গ্রেপ্তারও করা হয়।
এ বিষয়ে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হোসাইন বলেন, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন হেলপার মো. রুবেল। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া তিনি প্রথমে দাবি করেন, তার ড্রাইভিং লাইসেন্স আছে। তবে তিনি তা দেখাতে পারেননি।
সিটি করপোরেশনের সূত্র জানিয়েছে, গাড়ির মূল চালক কামাল হোসেন। তিনি গাড়িটি রুবেলের কাছে ভাড়া দিয়েছিলেন। কামালের বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছে সিটি করপোরেশন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
অভিযোগের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের বলেন, এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই গাড়ির হেলপার ছিলেন।
এদিকে ঘটনার পরপরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিহত স্কুল শিক্ষার্থী মাহিন আহমেদের পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান। তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় কঠোরতর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে