ঢামেক প্রতিবেদক

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে বাসচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই নারীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে বিএসএমএমইউতে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. সেলিম বলেন, ওই নারীর পরনে ছিল চেক শাড়ি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
এদিকে মহাখালী সেতু ভবনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠিয়ে দেয় একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের ৭ যাত্রী আহত হন। ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. কায়েস (৩৮), কাইয়ুম (২৬), কামরুল সর্দার (৬০), লায়লা (১০), শিহাব (৩৬), জবা (১৬) ও আমিনুল ইসলাম (৪৬)।
তেজগাঁও ফায়ার স্টেশনের লিডার আব্দুল হান্নান বলেন, সৌদিপ্রবাসী মো. কায়েস আজ ভোরে দেশে ফেরেন। তাঁকে নিতে গ্রাম থেকে এসেছিলেন স্বজনেরা। সকালে সবাই মিলে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় ফিরছিলেন। পথে মহাখালী সেতু ভবনের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠিয়ে দেয়। এতে গাড়িটিতে থাকা সবাই কমবেশি আহত হন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সকালে মহাখালী থেকে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে বাসচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই নারীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে বিএসএমএমইউতে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. সেলিম বলেন, ওই নারীর পরনে ছিল চেক শাড়ি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
এদিকে মহাখালী সেতু ভবনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠিয়ে দেয় একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের ৭ যাত্রী আহত হন। ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. কায়েস (৩৮), কাইয়ুম (২৬), কামরুল সর্দার (৬০), লায়লা (১০), শিহাব (৩৬), জবা (১৬) ও আমিনুল ইসলাম (৪৬)।
তেজগাঁও ফায়ার স্টেশনের লিডার আব্দুল হান্নান বলেন, সৌদিপ্রবাসী মো. কায়েস আজ ভোরে দেশে ফেরেন। তাঁকে নিতে গ্রাম থেকে এসেছিলেন স্বজনেরা। সকালে সবাই মিলে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় ফিরছিলেন। পথে মহাখালী সেতু ভবনের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠিয়ে দেয়। এতে গাড়িটিতে থাকা সবাই কমবেশি আহত হন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সকালে মহাখালী থেকে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে