আজকের পত্রিকা ডেস্ক

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এই প্রতীকী ম্যারাথন ছিল এবারের গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপনের অন্যতম অংশ। অংশগ্রহণকারীরা জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোর আত্মত্যাগকে স্মরণ করে দৌড়ে অংশ নেন। আজ সকাল ৭টায় এই ম্যারাথনের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ম্যারাথন শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আজকের এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময়ই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে সচেতন ও সক্রিয় রাখতে কাজ করে যাবে। এ ধরনের আয়োজন যুবকদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, গণ-অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও সক্রিয় যুবসমাজ গঠনে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পাঁচ কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে নিহতদের স্মরণ করতেই মূলত দেশব্যাপী বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এই প্রতীকী ম্যারাথন ছিল এবারের গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপনের অন্যতম অংশ। অংশগ্রহণকারীরা জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোর আত্মত্যাগকে স্মরণ করে দৌড়ে অংশ নেন। আজ সকাল ৭টায় এই ম্যারাথনের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ম্যারাথন শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আজকের এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময়ই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে সচেতন ও সক্রিয় রাখতে কাজ করে যাবে। এ ধরনের আয়োজন যুবকদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, গণ-অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও সক্রিয় যুবসমাজ গঠনে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পাঁচ কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে নিহতদের স্মরণ করতেই মূলত দেশব্যাপী বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৫ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৫ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪০ মিনিট আগে