আজকের পত্রিকা ডেস্ক

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এই প্রতীকী ম্যারাথন ছিল এবারের গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপনের অন্যতম অংশ। অংশগ্রহণকারীরা জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোর আত্মত্যাগকে স্মরণ করে দৌড়ে অংশ নেন। আজ সকাল ৭টায় এই ম্যারাথনের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ম্যারাথন শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আজকের এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময়ই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে সচেতন ও সক্রিয় রাখতে কাজ করে যাবে। এ ধরনের আয়োজন যুবকদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, গণ-অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও সক্রিয় যুবসমাজ গঠনে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পাঁচ কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে নিহতদের স্মরণ করতেই মূলত দেশব্যাপী বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এই প্রতীকী ম্যারাথন ছিল এবারের গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপনের অন্যতম অংশ। অংশগ্রহণকারীরা জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোর আত্মত্যাগকে স্মরণ করে দৌড়ে অংশ নেন। আজ সকাল ৭টায় এই ম্যারাথনের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ম্যারাথন শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আজকের এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময়ই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে সচেতন ও সক্রিয় রাখতে কাজ করে যাবে। এ ধরনের আয়োজন যুবকদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, গণ-অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও সক্রিয় যুবসমাজ গঠনে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পাঁচ কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে নিহতদের স্মরণ করতেই মূলত দেশব্যাপী বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে