সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
ভুক্তভোগী রুমেল হোসেন বলেন, টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করছে। প্রথমে কিছু টাকা দিয়েছি। পরে আবার তাঁরা ৫০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেছে তাঁরা। গতকাল তাঁদের দুজনের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রাচীর, সিসি ক্যামেরা ও ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
ভুক্তভোগী রুমেল হোসেন বলেন, টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করছে। প্রথমে কিছু টাকা দিয়েছি। পরে আবার তাঁরা ৫০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেছে তাঁরা। গতকাল তাঁদের দুজনের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রাচীর, সিসি ক্যামেরা ও ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১০ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩০ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে