সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
ভুক্তভোগী রুমেল হোসেন বলেন, টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করছে। প্রথমে কিছু টাকা দিয়েছি। পরে আবার তাঁরা ৫০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেছে তাঁরা। গতকাল তাঁদের দুজনের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রাচীর, সিসি ক্যামেরা ও ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
ভুক্তভোগী রুমেল হোসেন বলেন, টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করছে। প্রথমে কিছু টাকা দিয়েছি। পরে আবার তাঁরা ৫০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেছে তাঁরা। গতকাল তাঁদের দুজনের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রাচীর, সিসি ক্যামেরা ও ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে