সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
ভুক্তভোগী রুমেল হোসেন বলেন, টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করছে। প্রথমে কিছু টাকা দিয়েছি। পরে আবার তাঁরা ৫০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেছে তাঁরা। গতকাল তাঁদের দুজনের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রাচীর, সিসি ক্যামেরা ও ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
ভুক্তভোগী রুমেল হোসেন বলেন, টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করছে। প্রথমে কিছু টাকা দিয়েছি। পরে আবার তাঁরা ৫০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেছে তাঁরা। গতকাল তাঁদের দুজনের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রাচীর, সিসি ক্যামেরা ও ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে