নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়ে তারা আগেও জানিয়েছে। আজকে তারা কেন এটি চায়, তা আরও ভালোভাবে তুলে ধরেছে। আমরাও মনোযোগের সঙ্গে বক্তব্যগুলো শুনেছি। তাদের যে বক্তব্য, তা আমরা আচার্যের কাছে তুলে ধরব। তাঁকে অবহিত করব। যেহেতু আচার্যই উপাচার্যকে নিয়োগ দেন অথবা অপসারণ করেন, সেহেতু বাকি সিদ্ধান্ত মহামান্য আচার্যই গ্রহণ করবেন।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাসংকট দূর করতেই শিক্ষার্থীদের আমন্ত্রণে তিনি এসেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে, যেন আমি তাদের এখানে আসি। তাদের আমন্ত্রণে আমরা এসেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা তাদের কথা বলেছে। তাদের দাবিদাওয়া সম্পর্কে জানিয়েছে। ভালো আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, 'আমরা তাদের কথাগুলো বুঝতে চেষ্টা করেছি। তাদের যে দাবিদাওয়া আছে, সেগুলোর সবই বিশ্ববিদ্যালয়ের সংকট-সংশ্লিষ্ট। আবাসনসংকট, শিক্ষকদের মান অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সামগ্রিক পরিবেশ কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।’
শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাবগুলোর বেশ কয়েকটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাকি যেগুলো আছে সেগুলো স্বকীয় বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব তা পূরণ করতে পারব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দ্রুত ফিরে আসুক। কয়েক দিনের মধ্যেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এই বিশ্ববিদ্যালয়েও যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সে জন্য আমরা সবাই মিলে কাজ করব।’
এদিকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, মন্ত্রীর আশ্বাসে আপাতত বিশ্বাস রাখতে চান তাঁরা। তবে আচার্যকে অবহিতকরণ ও উপাচার্যের পদত্যাগের বিষয়ে আবারও দীর্ঘসূত্রতা তৈরি হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়ে তারা আগেও জানিয়েছে। আজকে তারা কেন এটি চায়, তা আরও ভালোভাবে তুলে ধরেছে। আমরাও মনোযোগের সঙ্গে বক্তব্যগুলো শুনেছি। তাদের যে বক্তব্য, তা আমরা আচার্যের কাছে তুলে ধরব। তাঁকে অবহিত করব। যেহেতু আচার্যই উপাচার্যকে নিয়োগ দেন অথবা অপসারণ করেন, সেহেতু বাকি সিদ্ধান্ত মহামান্য আচার্যই গ্রহণ করবেন।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাসংকট দূর করতেই শিক্ষার্থীদের আমন্ত্রণে তিনি এসেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে, যেন আমি তাদের এখানে আসি। তাদের আমন্ত্রণে আমরা এসেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা তাদের কথা বলেছে। তাদের দাবিদাওয়া সম্পর্কে জানিয়েছে। ভালো আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, 'আমরা তাদের কথাগুলো বুঝতে চেষ্টা করেছি। তাদের যে দাবিদাওয়া আছে, সেগুলোর সবই বিশ্ববিদ্যালয়ের সংকট-সংশ্লিষ্ট। আবাসনসংকট, শিক্ষকদের মান অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সামগ্রিক পরিবেশ কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।’
শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাবগুলোর বেশ কয়েকটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাকি যেগুলো আছে সেগুলো স্বকীয় বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব তা পূরণ করতে পারব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দ্রুত ফিরে আসুক। কয়েক দিনের মধ্যেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এই বিশ্ববিদ্যালয়েও যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সে জন্য আমরা সবাই মিলে কাজ করব।’
এদিকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, মন্ত্রীর আশ্বাসে আপাতত বিশ্বাস রাখতে চান তাঁরা। তবে আচার্যকে অবহিতকরণ ও উপাচার্যের পদত্যাগের বিষয়ে আবারও দীর্ঘসূত্রতা তৈরি হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে