মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পদ্মা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে) দীর্ঘ তিন কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে পদ্মা সেতুর টোলপ্লাজায় ছয়টি বুথের মধ্যে চারটি বুথ বন্ধ করে দেওয়া হয়। দুটি বুথে টোল নেওয়ায় গাড়ি দুটি লাইনে চলে সকাল ১০টা পর্যন্ত। টোল আদায়ে ধীরগতির কারণেই মূলত যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে রাত ২টার দিকে দুটি লেনের মাধ্যমে টোল আদায় করা হচ্ছিল। কুয়াশার প্রকট কিছুটা কমলে সকাল ১০টা থেকে ফের চারটি লেনের মাধ্যমে টোল আদায় শুরু করা হয়। ঘন কুয়াশার কারণেই কয়েক কিলোমিটারজুড়ে গাড়ি ধীরগতিতে চলেছে।
মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হায়দার জানান, সকাল থেকে বেশ কুয়াশা ছিল। পদ্মা সেতুর টোলপ্লাজায় রাত থেকে গাড়ি নিয়ন্ত্রণে টোলের বুথ কমিয়ে দেওয়া হয়। এতেই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঘন কুয়াশায় যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি সঠিক জানিয়ে পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার বলেন, ‘বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশায় যান চলাচল বন্ধ থাকে। তবে আমরা এখনো পদ্মা সেতুতে পুরোপুরি যান চলাচল বন্ধ করিনি। টোলপ্লাজায় বুথ কমিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। নয়তো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হলে যান চলাচল বন্ধ রাখার কথা। বিকল্প কোনো উপায় বর্তমানে আমাদের কাছে নেই।’

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পদ্মা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে) দীর্ঘ তিন কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে পদ্মা সেতুর টোলপ্লাজায় ছয়টি বুথের মধ্যে চারটি বুথ বন্ধ করে দেওয়া হয়। দুটি বুথে টোল নেওয়ায় গাড়ি দুটি লাইনে চলে সকাল ১০টা পর্যন্ত। টোল আদায়ে ধীরগতির কারণেই মূলত যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে রাত ২টার দিকে দুটি লেনের মাধ্যমে টোল আদায় করা হচ্ছিল। কুয়াশার প্রকট কিছুটা কমলে সকাল ১০টা থেকে ফের চারটি লেনের মাধ্যমে টোল আদায় শুরু করা হয়। ঘন কুয়াশার কারণেই কয়েক কিলোমিটারজুড়ে গাড়ি ধীরগতিতে চলেছে।
মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হায়দার জানান, সকাল থেকে বেশ কুয়াশা ছিল। পদ্মা সেতুর টোলপ্লাজায় রাত থেকে গাড়ি নিয়ন্ত্রণে টোলের বুথ কমিয়ে দেওয়া হয়। এতেই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঘন কুয়াশায় যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি সঠিক জানিয়ে পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার বলেন, ‘বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশায় যান চলাচল বন্ধ থাকে। তবে আমরা এখনো পদ্মা সেতুতে পুরোপুরি যান চলাচল বন্ধ করিনি। টোলপ্লাজায় বুথ কমিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। নয়তো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হলে যান চলাচল বন্ধ রাখার কথা। বিকল্প কোনো উপায় বর্তমানে আমাদের কাছে নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে