নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ সোমবার সুপ্রিম কোর্ট থেকে জারি করা সার্কুলারে প্রধান বিচারপতির এই উদ্বেগের কথা জানানো হয়। সেই সঙ্গে অধস্তন সব আদালত ও বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া হয়েছে ১১ দফা নির্দেশনা।
সম্প্রতি কয়েকটি জেলায় বিচারকদের সঙ্গে আইনজীবীদের অসদাচরণের ঘটনা ঘটেছে। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ক্ষুব্ধ সারা দেশের বিচারকেরা। এ ছাড়া একটি আদালত ভবন থেকে নথি চুরির ঘটনা ঘটেছে তিন দফায়।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, আগেও নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রতিবারই প্রেক্ষাপট ভিন্ন থাকে। একটি আদালত ভবন থেকে কয়েক দফায় নথি চুরির ঘটনা ঘটেছে। তাই সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতি এই নির্দেশনা দিয়েছেন।
আজ জেলা ও দায়রা জজদের উদ্দেশে জারি করা সার্কুলারে বলা হয়, অধস্তন দেওয়ানি আদালতে মোকদ্দমাগুলোর নথিতে বিচারপ্রার্থী জনগণের মূল দলিলসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে। আদালতের হেফাজতে থাকা এসব দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি বা নষ্ট হলে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি এসব নির্দেশনা দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, গণপূর্ত অধিদপ্তর, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সারা দেশের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে এই নির্দেশনার অনুলিপি পাঠাতে বলা হয়েছে।
আদালতের নির্দেশনাগুলো হলো: আদালত ও বিচারকদের বাসভবনের সীমানা প্রাচীর সুসংহত করা; আদালত ও ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক এবং আদালতের বাইরে সিসিটিভি স্থাপন করা; আদালত ভবনের বাইরে ও ভেতরে নিরাপত্তা প্রহরী দিয়ে সার্বক্ষণিক পাহারা দেওয়া; পরীক্ষা করে আদালত ভবনের দরজা-জানালা আরও মজবুত করা এবং ভঙ্গুর দরজা-জানালা নতুন করে স্থাপন করা; আদালত চত্বরে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা; মামলা সংশ্লিষ্ট নথিপত্রের নিরাপদ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা; আদালতে ব্যবহারের জন্য মানসম্মত লকার নিশ্চিত করা; আদালত সীমানার চারদিকে সিকিউরিটি পোস্ট স্থাপন করা; জরুরি ভিত্তিতে সারা দেশের আদালত এলাকায় রাতে সার্বক্ষণিক পুলিশের টহল জোরদার করা; অবকাশকালীন আদালত ভবনের বিশেষ নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনালের কর্মকালীন পর্যাপ্ত পুলিশ প্রহরার ব্যবস্থা করা।

অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ সোমবার সুপ্রিম কোর্ট থেকে জারি করা সার্কুলারে প্রধান বিচারপতির এই উদ্বেগের কথা জানানো হয়। সেই সঙ্গে অধস্তন সব আদালত ও বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া হয়েছে ১১ দফা নির্দেশনা।
সম্প্রতি কয়েকটি জেলায় বিচারকদের সঙ্গে আইনজীবীদের অসদাচরণের ঘটনা ঘটেছে। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ক্ষুব্ধ সারা দেশের বিচারকেরা। এ ছাড়া একটি আদালত ভবন থেকে নথি চুরির ঘটনা ঘটেছে তিন দফায়।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, আগেও নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রতিবারই প্রেক্ষাপট ভিন্ন থাকে। একটি আদালত ভবন থেকে কয়েক দফায় নথি চুরির ঘটনা ঘটেছে। তাই সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতি এই নির্দেশনা দিয়েছেন।
আজ জেলা ও দায়রা জজদের উদ্দেশে জারি করা সার্কুলারে বলা হয়, অধস্তন দেওয়ানি আদালতে মোকদ্দমাগুলোর নথিতে বিচারপ্রার্থী জনগণের মূল দলিলসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে। আদালতের হেফাজতে থাকা এসব দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি বা নষ্ট হলে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি এসব নির্দেশনা দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, গণপূর্ত অধিদপ্তর, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সারা দেশের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে এই নির্দেশনার অনুলিপি পাঠাতে বলা হয়েছে।
আদালতের নির্দেশনাগুলো হলো: আদালত ও বিচারকদের বাসভবনের সীমানা প্রাচীর সুসংহত করা; আদালত ও ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক এবং আদালতের বাইরে সিসিটিভি স্থাপন করা; আদালত ভবনের বাইরে ও ভেতরে নিরাপত্তা প্রহরী দিয়ে সার্বক্ষণিক পাহারা দেওয়া; পরীক্ষা করে আদালত ভবনের দরজা-জানালা আরও মজবুত করা এবং ভঙ্গুর দরজা-জানালা নতুন করে স্থাপন করা; আদালত চত্বরে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা; মামলা সংশ্লিষ্ট নথিপত্রের নিরাপদ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা; আদালতে ব্যবহারের জন্য মানসম্মত লকার নিশ্চিত করা; আদালত সীমানার চারদিকে সিকিউরিটি পোস্ট স্থাপন করা; জরুরি ভিত্তিতে সারা দেশের আদালত এলাকায় রাতে সার্বক্ষণিক পুলিশের টহল জোরদার করা; অবকাশকালীন আদালত ভবনের বিশেষ নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; প্রত্যেক আদালত ও ট্রাইব্যুনালের কর্মকালীন পর্যাপ্ত পুলিশ প্রহরার ব্যবস্থা করা।

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
৩২ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে