নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)

রাজধানীর উত্তরার র্যাডিকেল হাসপাতালে এক নারী চিকিৎসকের মাতলামির ভিডিও ছড়িয়ে পড়েছে। উত্তরা-১৩ ও ১৪ নম্বর সেক্টরের মোড়ের ওই হাসপাতালটিতে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতালের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টা ৪ মিনিটে একটি সাদা প্রাইভেট কার নিজেই চালিয়ে হাসপাতালের গেটে আসেন ওই চিকিৎসক। এরপর হাসপাতালের নিচতলায় জরুরি বিভাগে প্রবেশ করে প্রথমে রোগীর চেয়ারে ও পরে চিকিৎসকের চেয়ারে বসেন।
ফুটেজে দেখা যায়, ওই চিকিৎসক নিজের প্রেসক্রিপশন লিখে হাসপাতালের বেডে গিয়ে চিকিৎসা নেন। পরে নিজের বিল নিজেই তৈরি করে একজন নার্সকে টাকা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই নার্স টাকা না নেওয়ায় তিনি আবার সেটি রেখে দেন। পরে ১০০ টাকার নোট টেবিলের ওপর রেখে জুতা হাতে নিয়ে বেরিয়ে যান। এরপর গাড়িয়ে চালিয়ে চলে যান।
আজকের পত্রিকার হাতে আসা ওই ফুটেজে দেখা যায়, হাসপাতালের ম্যানেজার মো. মশিউর রহমানকে ওই চিকিৎসককে বলছেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে জব ছেড়ে দেন। আপনি এখানে ডিজার্ভ করেন না। আপনার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই।’ একপর্যায়ে ওই নারী চিৎকার করে বলেন, ‘আপনি এখান থেকে যাবেন। ক্যান ইউ লিভ দিস প্লেস? কালকে এসে ডিসিশন নেবেন আপনি। ক্যান ইউ লিভ দিস প্লেস? উইল লিভ দিস প্লেস? ক্যান ইউ গেট আউট অব দিস প্লেস?’
উত্তরে মশিউর রহমান বলেন, ‘আপনি এভাবে বলতেছেন কেন? আমার অপরাধটা কী?’ তখন ওই চিকিৎসক বারবার বলেন, ‘ক্যান ইউ গেট আউট। আপনি দুই দিন ধরে এসে ডিসিশন নিতে পারেন না।’
উত্তরে ম্যানেজার মশিউর রহমান বলেন, ‘আমি যতটুকু জানি, আপনাকে তো গত দুই মাস আগে না করে দিয়েছে।’ জবাবে উত্তেজিত স্বরে ওই নারী বলেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে যেতে পারেন, যাবেন।’
এবিষয়ে মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যতটুকু জানি, তিনি রিহ্যাব সেন্টারে ছিলেন। হাসপাতালে মাতলামির কারণেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যানেজার মশিউর রহমান।
ওই চিকিৎসককে সেবা দেওয়া চিকিৎসক ডা. সানি আজকের পত্রিকাকে বলেন, ‘উনি ড্রাংক অবস্থায় ছিলেন। ওনার আচার-ব্যবহারে দেখে বুঝেছি, উনি স্বাভাবিক অবস্থায় নেই। তাছাড়া তাঁকে কেন বিদায় করে দেওয়া হলো, চাকরিতে রাখা হলো না—এসব নিয়ে অনেক উচ্চবাচ্য করতেছিলেন।’
এ বিষয়ে ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

রাজধানীর উত্তরার র্যাডিকেল হাসপাতালে এক নারী চিকিৎসকের মাতলামির ভিডিও ছড়িয়ে পড়েছে। উত্তরা-১৩ ও ১৪ নম্বর সেক্টরের মোড়ের ওই হাসপাতালটিতে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতালের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টা ৪ মিনিটে একটি সাদা প্রাইভেট কার নিজেই চালিয়ে হাসপাতালের গেটে আসেন ওই চিকিৎসক। এরপর হাসপাতালের নিচতলায় জরুরি বিভাগে প্রবেশ করে প্রথমে রোগীর চেয়ারে ও পরে চিকিৎসকের চেয়ারে বসেন।
ফুটেজে দেখা যায়, ওই চিকিৎসক নিজের প্রেসক্রিপশন লিখে হাসপাতালের বেডে গিয়ে চিকিৎসা নেন। পরে নিজের বিল নিজেই তৈরি করে একজন নার্সকে টাকা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই নার্স টাকা না নেওয়ায় তিনি আবার সেটি রেখে দেন। পরে ১০০ টাকার নোট টেবিলের ওপর রেখে জুতা হাতে নিয়ে বেরিয়ে যান। এরপর গাড়িয়ে চালিয়ে চলে যান।
আজকের পত্রিকার হাতে আসা ওই ফুটেজে দেখা যায়, হাসপাতালের ম্যানেজার মো. মশিউর রহমানকে ওই চিকিৎসককে বলছেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে জব ছেড়ে দেন। আপনি এখানে ডিজার্ভ করেন না। আপনার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই।’ একপর্যায়ে ওই নারী চিৎকার করে বলেন, ‘আপনি এখান থেকে যাবেন। ক্যান ইউ লিভ দিস প্লেস? কালকে এসে ডিসিশন নেবেন আপনি। ক্যান ইউ লিভ দিস প্লেস? উইল লিভ দিস প্লেস? ক্যান ইউ গেট আউট অব দিস প্লেস?’
উত্তরে মশিউর রহমান বলেন, ‘আপনি এভাবে বলতেছেন কেন? আমার অপরাধটা কী?’ তখন ওই চিকিৎসক বারবার বলেন, ‘ক্যান ইউ গেট আউট। আপনি দুই দিন ধরে এসে ডিসিশন নিতে পারেন না।’
উত্তরে ম্যানেজার মশিউর রহমান বলেন, ‘আমি যতটুকু জানি, আপনাকে তো গত দুই মাস আগে না করে দিয়েছে।’ জবাবে উত্তেজিত স্বরে ওই নারী বলেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে যেতে পারেন, যাবেন।’
এবিষয়ে মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যতটুকু জানি, তিনি রিহ্যাব সেন্টারে ছিলেন। হাসপাতালে মাতলামির কারণেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যানেজার মশিউর রহমান।
ওই চিকিৎসককে সেবা দেওয়া চিকিৎসক ডা. সানি আজকের পত্রিকাকে বলেন, ‘উনি ড্রাংক অবস্থায় ছিলেন। ওনার আচার-ব্যবহারে দেখে বুঝেছি, উনি স্বাভাবিক অবস্থায় নেই। তাছাড়া তাঁকে কেন বিদায় করে দেওয়া হলো, চাকরিতে রাখা হলো না—এসব নিয়ে অনেক উচ্চবাচ্য করতেছিলেন।’
এ বিষয়ে ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৪ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
২৭ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৩৮ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে