নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেরও সদস্য এবং বাড্ডা থানার বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বিপ্লব। তিনি বলেন, ‘আমাদের বেরাইদ এলাকার প্রায় ৩ হাজার মানুষকে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে বেরাইদ এলাকার বাড্ডা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি বৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়ার কথা বলে অতিরিক্ত পাইপ সংযোগ করে অবৈধভাবে প্রায় ৩ হাজার পরিবারকে গ্যাসলাইনের সংযোগ দেন। গ্যাসের সংযোগ দেওয়ার সময় প্রতি পরিবারের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা নিয়েছেন। সে সময় চেয়ারম্যান থাকা অবস্থায় জাহাঙ্গীর আলমের লোক মো. তাজম আলীর মাধ্যমে প্রত্যেককে রসিদ দিয়ে টাকা নিয়েছেন।’
বিপ্লব বলেন, ‘যখন আমরা জানতে পারলাম আমাদের তিতাস গ্যাসের সংযোগ অবৈধ, তখন জাহাঙ্গীর আলমের কাছে জানতে চেয়েছিলাম কেন অবৈধ গ্যাসলাইন দেওয়া হলো? তখন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আমাদের বলেছেন অবৈধ গ্যাসলাইন বৈধ করে দেওয়া হবে। তিনি গ্যাসলাইন বৈধ করে না দেওয়ার কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদের গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে আমরা এলাকাবাসী বিপাকে পড়েছি।’
গ্যাসলাইন সংযোগ দেওয়ার দাবি জানিয়ে বিপ্লব বলেন, ‘দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ছাড়া আমাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে বিপ্লব জানান, ১২ বছর আগে ২৫-৩০ হাজার টাকা দিয়ে তারা গ্যাসের সংযোগ নেন। জুন মাসের ৫ তারিখ পর্যন্ত তাঁরা এই গ্যাস ব্যবহার করে এসেছেন। এই সময়ে কোনো ধরনের বিল প্রদান করা হয়নি।

রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেরও সদস্য এবং বাড্ডা থানার বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বিপ্লব। তিনি বলেন, ‘আমাদের বেরাইদ এলাকার প্রায় ৩ হাজার মানুষকে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার নামে বেরাইদ এলাকার বাড্ডা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি বৈধভাবে গ্যাসের সংযোগ দেওয়ার কথা বলে অতিরিক্ত পাইপ সংযোগ করে অবৈধভাবে প্রায় ৩ হাজার পরিবারকে গ্যাসলাইনের সংযোগ দেন। গ্যাসের সংযোগ দেওয়ার সময় প্রতি পরিবারের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা নিয়েছেন। সে সময় চেয়ারম্যান থাকা অবস্থায় জাহাঙ্গীর আলমের লোক মো. তাজম আলীর মাধ্যমে প্রত্যেককে রসিদ দিয়ে টাকা নিয়েছেন।’
বিপ্লব বলেন, ‘যখন আমরা জানতে পারলাম আমাদের তিতাস গ্যাসের সংযোগ অবৈধ, তখন জাহাঙ্গীর আলমের কাছে জানতে চেয়েছিলাম কেন অবৈধ গ্যাসলাইন দেওয়া হলো? তখন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আমাদের বলেছেন অবৈধ গ্যাসলাইন বৈধ করে দেওয়া হবে। তিনি গ্যাসলাইন বৈধ করে না দেওয়ার কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদের গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে আমরা এলাকাবাসী বিপাকে পড়েছি।’
গ্যাসলাইন সংযোগ দেওয়ার দাবি জানিয়ে বিপ্লব বলেন, ‘দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ছাড়া আমাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে বিপ্লব জানান, ১২ বছর আগে ২৫-৩০ হাজার টাকা দিয়ে তারা গ্যাসের সংযোগ নেন। জুন মাসের ৫ তারিখ পর্যন্ত তাঁরা এই গ্যাস ব্যবহার করে এসেছেন। এই সময়ে কোনো ধরনের বিল প্রদান করা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে