Ajker Patrika

ছেলেকে পেতে ঢাকায় আমেরিকান বাবা, মিলল সপ্তাহে ২ দিন সাক্ষাতের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২১: ৩৮
ছেলেকে পেতে ঢাকায় আমেরিকান বাবা, মিলল সপ্তাহে ২ দিন সাক্ষাতের সুযোগ

দীর্ঘদিন সন্তানের খোঁজ না পেয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে আদালতের দ্বারস্থ হয়েছেন গ্যারিসন রবার্ট লুট্রেল নামের যুক্তরাষ্ট্রের নাগরিক এক বাবা। আদালত বাংলাদেশি মাসহ দুজনের বক্তব্য শুনে সপ্তাহে দুদিন সন্তানের সঙ্গে দেখা করে সময় কাটানোর আদেশ দিয়েছেন গ্যারিসন রবার্ট লুট্রেলকে।

ঢাকার উত্তরা ক্লাবে প্রতি শনি ও মঙ্গলবার তিন বছরের ছেলের সঙ্গে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় কাটাতে পারবেন তিনি। আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।

তবে এক মাস বয়সী অপর সন্তানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। এ ছাড়া এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এর আগে, মার্কিন নাগরিক বাবা গ্যারিসন রবার্ট লুট্রেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের বক্তব্য শোনেন আদালত। এ সময় তাঁদের আইনজীবী ছাড়া বাকিদের আদালত কক্ষের বাইরে রাখা হয়।

গ্যারিসনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আর মা ফারহানা করিমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সন্তানদের কোনো খোঁজ না পেয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে সন্তানদের ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল। পরে দুই শিশু সন্তানসহ তাদের বাংলাদেশি মা ফারহানা করিমকে আদালতে হাজির করতে নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুই সন্তানসহ আদালতে হাজির হন মা।
 
ব্যারিস্টার সজীব মাহমুদ বলেন, ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। চলতি বছরের জুনে ফারহানা করিম বাংলাদেশে চলে আসেন এবং আগস্টে একটি তালাকের নোটিশ পুরান ঢাকা থেকে আমেরিকার ঠিকানায় পাঠানো হয়। এটি দেখে উদ্বিগ্ন হয়ে গত মাসে বাংলাদেশে আসেন গ্যারিসন রবার্ট লুট্রেল। এখানে এসে তিনি সন্তানদের জিম্মা চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন। আর গ্যারিসন খ্রিষ্টান থাকলেও মুসলিম হয়ে বিয়ে করেন। আইন অনুযায়ী এখনো তাঁদের তালাক হয়নি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত