নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যবহার করে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং বিএনপি নেতা ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
একই মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীমকে কারাগারে পাঠানো হয়েছে।
এস এম জাহাঙ্গীর ও ওমর শরীফকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। উত্তরা পূর্ব থানার মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে মেট্রোরেলে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক শিকদার মহিতুল আলম দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে মেট্রোরেলে হামলার মামলায় তিন দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই মেট্রো লাইনের নিচে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়। পরে মেট্রোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন (১৯ জুলাই) বিকেলে মিরপুর-১০ স্টেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৩ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর নিরাপত্তা ব্যবস্থাপক মো. গোলাম রসূল বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ৫ / ৬ হাজার জনকে। অগ্নিকাণ্ডের ঘটনায় মেট্রোরেলে মিরপুর অংশে ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যবহার করে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং বিএনপি নেতা ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
একই মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীমকে কারাগারে পাঠানো হয়েছে।
এস এম জাহাঙ্গীর ও ওমর শরীফকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। উত্তরা পূর্ব থানার মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে মেট্রোরেলে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক শিকদার মহিতুল আলম দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে মেট্রোরেলে হামলার মামলায় তিন দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই মেট্রো লাইনের নিচে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়। পরে মেট্রোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন (১৯ জুলাই) বিকেলে মিরপুর-১০ স্টেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৩ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর নিরাপত্তা ব্যবস্থাপক মো. গোলাম রসূল বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ৫ / ৬ হাজার জনকে। অগ্নিকাণ্ডের ঘটনায় মেট্রোরেলে মিরপুর অংশে ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৫ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে