নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।
পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।
পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৬ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪০ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে