জবি সংবাদদাতা

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে গুলিস্তান জিরো পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না।
আন্দোলনের সমন্বয়কারী শাহিনুর ইসলাম সান আজকের পত্রিকাকে বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের রাজপথে থাকার কোনো ইচ্ছা নেই। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে। সরকার যতো দ্রুত আমাদের দাবি মেনে নিবে, ততো দ্রুত আমরা ক্লাসে ফিরে যাবে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা চাই, আমাদের দাবি মেনে নিক। আমরা ক্লাসে ফিরে যাবো।
কবি নজরুল কলেজের সমন্বয়কারী মেহেদী হাসান বলেন, আমাদের কলেজ ছোট হওয়ায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনে যোগ দেব।
আন্দোলনের সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যত ধরণের অযৌক্তিক কোটা রয়েছে সেগুলো বাতিল করে সংসদে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। আমাদের এখন এটাই দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
এর আগে সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ঢাবির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকের রাস্তা অবরোধের জন্য চলে যায়।
এদিকে গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘণ্টা ধরে পুরানো ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড় সব অচল হয়ে রয়েছে। সন্ধ্যার আগে এমন অচলাবস্থাই থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে গুলিস্তান জিরো পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তীব্র গরমেও অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না।
আন্দোলনের সমন্বয়কারী শাহিনুর ইসলাম সান আজকের পত্রিকাকে বলেন, আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের রাজপথে থাকার কোনো ইচ্ছা নেই। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে। সরকার যতো দ্রুত আমাদের দাবি মেনে নিবে, ততো দ্রুত আমরা ক্লাসে ফিরে যাবে। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছিল। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা চাই, আমাদের দাবি মেনে নিক। আমরা ক্লাসে ফিরে যাবো।
কবি নজরুল কলেজের সমন্বয়কারী মেহেদী হাসান বলেন, আমাদের কলেজ ছোট হওয়ায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনে যোগ দেব।
আন্দোলনের সমন্বয়কারী জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, যত ধরণের অযৌক্তিক কোটা রয়েছে সেগুলো বাতিল করে সংসদে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে। আমাদের এখন এটাই দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
এর আগে সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হল ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ঢাবির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের দিকের রাস্তা অবরোধের জন্য চলে যায়।
এদিকে গুলিস্তান জিরো পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে রাখার কারণে তিন ঘণ্টা ধরে পুরানো ঢাকার সব রাস্তা, সচিবালয়ের রাস্তা, পল্টন মোড় সব অচল হয়ে রয়েছে। সন্ধ্যার আগে এমন অচলাবস্থাই থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে