ঢাবি প্রতিনিধি

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।
এতে ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মাহমুদুল হাসান অর্ণব, কর্মী মোজাম্মেল হক আহত হয়েছেন বলে জানা যায়। আহত নেতা কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা শাহবাগে সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাওয়ার পথে শাহবাগ থানার একটু সামনেই হঠাৎ করে সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়ামের অনুসারী মাসরুক হাসান সুজন, ঢাবি ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হাসান রুপু, ছাত্রলীগকর্মী তারেক ইট পাথর দিয়ে আমাদের ওপর হামলা করে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানায়, ছাত্রলীগের কিছু নেতা কর্মী মোটরসাইকেল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে বামপন্থী সংগঠনসমূহ মিছিল নিয়ে আসছিল। মিছিলটি একটি অ্যাম্বুলেন্সকে যেতে দিলেও ছাত্রলীগ নেতা কর্মীদের যেতে দেওয়া হয়নি। তখন একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে হামলা করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র মোটরসাইকেল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে তাঁদের আসতে দেওয়া হয়নি। তবে একটি অ্যাম্বুলেন্সকে সে সময়ে সাইড দেওয়া হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে বামপন্থী সংগঠনসমূহের নেতা কর্মীদের ওপর হামলা করা হয়। এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ জানানো হয়নি।’

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।
এতে ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মাহমুদুল হাসান অর্ণব, কর্মী মোজাম্মেল হক আহত হয়েছেন বলে জানা যায়। আহত নেতা কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা শাহবাগে সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাওয়ার পথে শাহবাগ থানার একটু সামনেই হঠাৎ করে সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়ামের অনুসারী মাসরুক হাসান সুজন, ঢাবি ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হাসান রুপু, ছাত্রলীগকর্মী তারেক ইট পাথর দিয়ে আমাদের ওপর হামলা করে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানায়, ছাত্রলীগের কিছু নেতা কর্মী মোটরসাইকেল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে বামপন্থী সংগঠনসমূহ মিছিল নিয়ে আসছিল। মিছিলটি একটি অ্যাম্বুলেন্সকে যেতে দিলেও ছাত্রলীগ নেতা কর্মীদের যেতে দেওয়া হয়নি। তখন একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে হামলা করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র মোটরসাইকেল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে তাঁদের আসতে দেওয়া হয়নি। তবে একটি অ্যাম্বুলেন্সকে সে সময়ে সাইড দেওয়া হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে বামপন্থী সংগঠনসমূহের নেতা কর্মীদের ওপর হামলা করা হয়। এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ জানানো হয়নি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে