মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে দুর্ঘটনার হটস্পটে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার অংশে গত এক মাসে এই গুরুত্বপূর্ণ সড়কে অন্তত ২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন অন্তত ৩৬ জন। স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অবাধে চলাচল করছে ইট-বালুবাহী ভারী ট্রাক ও ট্রলি। অনেক ক্ষেত্রে এগুলো চালাচ্ছেন অনভিজ্ঞ তরুণ চালকেরা, যাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই।
সর্বশেষ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে, শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায়। সকাল পৌনে ৮টার দিকে মাওয়াগামী একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ও সেতুর ওয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় আহত চালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে খোঁজ নিয়ে জানতে পারি, আহত চালকের নাম রিয়াজুল (৩০)। তিনি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা।’
স্থানীয়দের মতে, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, ডাম্পট্রাক ও ট্রলি। বিশেষ করে ইট, বালু ও নির্মাণসামগ্রী বহনকারী এসব ভারী যানবাহন নিয়ম মানছে না। অনেক গাড়ির নম্বরপ্লেট পর্যন্ত নেই, ফলে দুর্ঘটনার পর চালক ও মালিকদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়া জানান, ঢাকামুখী এই ব্যস্ত সড়কে ভারী যান চলাচলে নিয়মশৃঙ্খলা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নিয়মিত টহল, সিসিটিভি নজরদারি এবং অবৈধ ও নম্বরবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
হাসাড়া এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে গতি বাড়ার পাশাপাশি বেড়েছে অনিয়ন্ত্রিত ও অসচেতন চালনার হার। প্রশাসন এখনই কঠোর না হলে এই সড়ক মৃত্যুফাঁদে পরিণত হওয়ার আশঙ্কা করছেন তিনি।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা আহত কাউকে পাইনি। তবে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। বালুবাহী ট্রাক ও ট্রলিগুলো আমাদের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় সংযোগ সড়ক ব্যবহার করে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে উঠছে। এসব যানবাহনের কারণে সড়কে ঝুঁকি বাড়ছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, এক মাসে ২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন অন্তত ৩৬ জন।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে দুর্ঘটনার হটস্পটে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার অংশে গত এক মাসে এই গুরুত্বপূর্ণ সড়কে অন্তত ২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন অন্তত ৩৬ জন। স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অবাধে চলাচল করছে ইট-বালুবাহী ভারী ট্রাক ও ট্রলি। অনেক ক্ষেত্রে এগুলো চালাচ্ছেন অনভিজ্ঞ তরুণ চালকেরা, যাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই।
সর্বশেষ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে, শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায়। সকাল পৌনে ৮টার দিকে মাওয়াগামী একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ও সেতুর ওয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় আহত চালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে খোঁজ নিয়ে জানতে পারি, আহত চালকের নাম রিয়াজুল (৩০)। তিনি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা।’
স্থানীয়দের মতে, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, ডাম্পট্রাক ও ট্রলি। বিশেষ করে ইট, বালু ও নির্মাণসামগ্রী বহনকারী এসব ভারী যানবাহন নিয়ম মানছে না। অনেক গাড়ির নম্বরপ্লেট পর্যন্ত নেই, ফলে দুর্ঘটনার পর চালক ও মালিকদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়া জানান, ঢাকামুখী এই ব্যস্ত সড়কে ভারী যান চলাচলে নিয়মশৃঙ্খলা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নিয়মিত টহল, সিসিটিভি নজরদারি এবং অবৈধ ও নম্বরবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
হাসাড়া এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে গতি বাড়ার পাশাপাশি বেড়েছে অনিয়ন্ত্রিত ও অসচেতন চালনার হার। প্রশাসন এখনই কঠোর না হলে এই সড়ক মৃত্যুফাঁদে পরিণত হওয়ার আশঙ্কা করছেন তিনি।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা আহত কাউকে পাইনি। তবে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। বালুবাহী ট্রাক ও ট্রলিগুলো আমাদের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় সংযোগ সড়ক ব্যবহার করে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে উঠছে। এসব যানবাহনের কারণে সড়কে ঝুঁকি বাড়ছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, এক মাসে ২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন অন্তত ৩৬ জন।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩২ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৪০ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে