Ajker Patrika

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক (৬৫) ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এর আগে গত ১২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এনামুল হক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান বলেন, গত ১২ জানুয়ারি অসুস্থজনিত কারণে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা এনামুল হককে ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

মৃত এনামুলের ছেলে মো. রাসেল জানান, তাঁর বাবা এনামুল হক হাবিলদার ছিলেন। হত্যা মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়েছিল। ওই সাজার এরইমধ্যে শেষ হয়েছে। বিস্ফোরক মামলায় আটক ছিলেন তিনি। তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংমধ্যপাড়া গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত