নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মেহেদি হাসান স্বপন। তাঁর স্বজনেরা জানান, তিনি বাংলাদেশ স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
স্বপনের দুলাভাই মো. আবু তাহের বলেন, ‘আমার শ্যালক মেহেদি হাসান স্বপন এখনো নিখোঁজ। হাসপাতাল বা অন্য কোথাও তার খোঁজ মেলেনি। স্বপন যে দোকানে কাজ করত, সেই দোকানমালিক আব্দুল মোতালেব মিন্টু সম্পর্কে আমার ভাই। ১২ বছর ধরে স্বপন ওই দোকানে কাজ করত। দুর্ঘটনার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।’
স্বপনের দুই ছেলেমেয়ে ও তাঁর স্ত্রী অপেক্ষায় রয়েছে জানিয়ে আবু তাহের বলেন, স্বপনের ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। তারা রামপুরায় থাকে। তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে দোকানের মালিকের বাসায় আছেন। তাঁর সন্ধান পেতে সেখানে অপেক্ষা করছে। ফায়ার সার্ভিস বলছে উদ্ধার অভিযান চলছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার সময় ওই দোকানে তাঁর সঙ্গে আশিক ও মির্জা নামে আরও দুজন কর্মচারী ছিলেন। তাঁরা গুরুতর আহত হয়ে শেখ হাসিনা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন।
উল্লেখ্য, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মেহেদি হাসান স্বপন। তাঁর স্বজনেরা জানান, তিনি বাংলাদেশ স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
স্বপনের দুলাভাই মো. আবু তাহের বলেন, ‘আমার শ্যালক মেহেদি হাসান স্বপন এখনো নিখোঁজ। হাসপাতাল বা অন্য কোথাও তার খোঁজ মেলেনি। স্বপন যে দোকানে কাজ করত, সেই দোকানমালিক আব্দুল মোতালেব মিন্টু সম্পর্কে আমার ভাই। ১২ বছর ধরে স্বপন ওই দোকানে কাজ করত। দুর্ঘটনার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।’
স্বপনের দুই ছেলেমেয়ে ও তাঁর স্ত্রী অপেক্ষায় রয়েছে জানিয়ে আবু তাহের বলেন, স্বপনের ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। তারা রামপুরায় থাকে। তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে দোকানের মালিকের বাসায় আছেন। তাঁর সন্ধান পেতে সেখানে অপেক্ষা করছে। ফায়ার সার্ভিস বলছে উদ্ধার অভিযান চলছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার সময় ওই দোকানে তাঁর সঙ্গে আশিক ও মির্জা নামে আরও দুজন কর্মচারী ছিলেন। তাঁরা গুরুতর আহত হয়ে শেখ হাসিনা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন।
উল্লেখ্য, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৩ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
১৭ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে