
ঢাকা: চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে । আজ বুধবার ভোর সাড়ে ৫টায় টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩ এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ সিনোফার্মের টিকা আসার কথা জানিয়েছিলেন।
গত সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে।
বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।
কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে।
এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার তুলনায় চারগুণ বেশি দাম হওয়ায় টিকা নেওয়া হবে কি–না এই সংশয়ে ভুগছে সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটি বাংলাদেশকে সিনোভ্যাকের টিকা দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আর এগোয়নি তারা। এবার টিকা নিতে চাইলেও অতিরিক্ত দাম হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে সরকার।
এ পরিস্থিতিতে চুক্তি হলেও এ বছর টিকা পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছে চীন। কারণ, দেশটির টিকা পেতে এরই মধ্যে অনেক দেশ আবেদন করেছে। সেই তালিকায় অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বিষয়টি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলিয়ে ৯৪ লাখের বেশি টিকা দেওয়া শেষ হয়েছে। হাতে আছে মাত্র ৮ লাখের কিছু বেশি টিকা। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি প্রায় ১৪ লাখ ডোজ। যা পেতে সেরাম, কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারকারী ও মজুতকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার। তবে এখন পর্যন্ত সুখবর মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা এসেছে। যেখানে পাওয়া কথা মোট ২ কোটি ৩০ লাখ ডোজ। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ে সেই টিকা আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রাশিয়ার টিকা পাওয়া নিয়ে আমলতান্ত্রিক জটিলতা কাটেনি। আইন মন্ত্রণালয়ের দেওয়া ৩০টি সুপারিশের কারণে স্পুটনিক–ভি টিকা আসায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।

ঢাকা: চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে । আজ বুধবার ভোর সাড়ে ৫টায় টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩ এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ সিনোফার্মের টিকা আসার কথা জানিয়েছিলেন।
গত সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে।
বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।
কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে।
এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার তুলনায় চারগুণ বেশি দাম হওয়ায় টিকা নেওয়া হবে কি–না এই সংশয়ে ভুগছে সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটি বাংলাদেশকে সিনোভ্যাকের টিকা দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আর এগোয়নি তারা। এবার টিকা নিতে চাইলেও অতিরিক্ত দাম হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে সরকার।
এ পরিস্থিতিতে চুক্তি হলেও এ বছর টিকা পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছে চীন। কারণ, দেশটির টিকা পেতে এরই মধ্যে অনেক দেশ আবেদন করেছে। সেই তালিকায় অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বিষয়টি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলিয়ে ৯৪ লাখের বেশি টিকা দেওয়া শেষ হয়েছে। হাতে আছে মাত্র ৮ লাখের কিছু বেশি টিকা। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি প্রায় ১৪ লাখ ডোজ। যা পেতে সেরাম, কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারকারী ও মজুতকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার। তবে এখন পর্যন্ত সুখবর মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা এসেছে। যেখানে পাওয়া কথা মোট ২ কোটি ৩০ লাখ ডোজ। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ে সেই টিকা আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রাশিয়ার টিকা পাওয়া নিয়ে আমলতান্ত্রিক জটিলতা কাটেনি। আইন মন্ত্রণালয়ের দেওয়া ৩০টি সুপারিশের কারণে স্পুটনিক–ভি টিকা আসায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩৮ মিনিট আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
১ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
১ ঘণ্টা আগে