আজকের পত্রিকা ডেস্ক

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে উত্তরা পূর্ব থানা-পুলিশ ইয়াহইয়া চৌধুরীকে আদালতে হাজির করে।
উত্তরা পূর্ব থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম তালুকদার তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ইয়াহইয়ার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে আটক করে পুলিশে দেয় উত্তরার ছাত্র-জনতা।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহইয়া চৌধুরীকে স্থানীয় ছাত্র-জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা এবং গুরুতর অপরাধের অভিযোগ থাকতে পারে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলো। তাঁর বিরুদ্ধে অন্যান্য থানায় অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
উল্লেখ্য, ইয়াহইয়া চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় গত বছর ১২ নভেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকার পর তিনি জামিন পান।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটিতে নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসন থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে উত্তরা পূর্ব থানা-পুলিশ ইয়াহইয়া চৌধুরীকে আদালতে হাজির করে।
উত্তরা পূর্ব থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম তালুকদার তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ইয়াহইয়ার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে আটক করে পুলিশে দেয় উত্তরার ছাত্র-জনতা।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহইয়া চৌধুরীকে স্থানীয় ছাত্র-জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা এবং গুরুতর অপরাধের অভিযোগ থাকতে পারে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলো। তাঁর বিরুদ্ধে অন্যান্য থানায় অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
উল্লেখ্য, ইয়াহইয়া চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় গত বছর ১২ নভেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকার পর তিনি জামিন পান।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটিতে নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসন থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৭ মিনিট আগে