
গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একের পর এক প্রচারণা চালিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এমনকি সরকারপ্রধানকেও আক্রমণ করে কয়েক দিন ধরে অপপ্রচার চালানো হয়েছে, যাতে এই অভিনেতা বিব্রত হয়েছেন। তাই এসব পেজ ও গ্রুপের বিরুদ্ধে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। এরপর ডিবি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, `কয়েক দিন ধরে আমার নাম, ছবি ব্যবহার করে ফেসবুকে পেজ করে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকারবিরোধী নানা পোস্টও দেওয়া হয়েছে।
এতে আমি বিব্রত হয়েছি। সাধারণ মানুষের ধারণা, মারজুক রাসেলই এমনটি করছেন।' কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পেজটি মারজুক রাসেলের নয়। কেউ তাঁর নাম ও ছবি ব্যবহার করে এমনটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল।
তিনি বলেন, ‘যাঁরা আমাকে চেনেন এবং জানেন, তাঁরা হয়তো জানেন, ওই পেজগুলো আমি চালাচ্ছি না। তবে অনেকে জানেন না। তাই আমি ডিবিতে এসে হারুন সাহেবের কাছে বিষয়টি জানিয়েছি।’
মারজুক বলেন, `বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যাঁরা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যাঁরা ডিটেইলে জানেন, তাঁরা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড। আমার নাম ও ছবি ব্যবহার করে বেশ কয়েক দিন ধরে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই।'

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে