Ajker Patrika

পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে অস্ত্রের মুখে আইফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৫, ২০: ২২
পল্লবী মেট্রো স্টেশন। ছবি: সংগৃহিত
পল্লবী মেট্রো স্টেশন। ছবি: সংগৃহিত

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে ধারালো অস্ত্রের মুখে এক যুবকের কাছ থেকে আইফোন ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আল-আমিন রানা নামের এক যুবকের সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন পল্লবী এলাকায়। ঘটনার পর পল্লবী থানায় একটি মামলা করেছেন রানা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জয় দাশ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঘটনার পর থানায় মামলায় উল্লেখ করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা এক ব্যক্তি মোবাইল ফোন হাতে মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তাঁর পেছন পেছন আসছিলেন তিনজন। তাঁদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই ব্যক্তি ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তাঁর গতিরোধ করেন। তাঁরা ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করে তাঁর আইফোন ছিনিয়ে নেন। এ সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত