নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে। অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় গ্রাহক ও দালালদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বন্দরের ভাংতি বাজার ও আদমপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান চলাকালে দুপুর তিনটার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে তিতাস। এ সময় তিতাসের শ্রমিকদের বাঁধা দেয় স্থানীয় গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালাল চক্রের সদস্যকে উপস্থিত পেয়ে তার ওপর চড়াও হয় গ্রাহকেরা। তাঁর কাছ থেকে টাকা দিয়ে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গ্রাহকেরা অভিযোগ করে বলেন, চুলা প্রতি ৪০-৫০ হাজার টাকা নিয়ে দালাল চক্র তাদের গ্যাস সংযোগ দিয়েছে। গ্রাহকদের প্রতি মাসে কোনোরকম গ্যাস বিল দিতে হবে না বলে দালালেরা শর্তও দিয়েছে। অথচ আজ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে দালাল চক্রের সদস্যের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতাবান ব্যক্তিরাই তাদের সহযোগিতা করেন। গ্যাসের এই টাকার ভাগ পায় সবাই।
অভিযানের বিষয়ে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ বলেন, ‘অবৈধ সংযোগ নেওয়া এলাকার নারী-পুরুষ তিতাসের শ্রমিকদের কাজে বাধা দেয়। তবে যত বাধাই আসুক, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।’

নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে। অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় গ্রাহক ও দালালদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বন্দরের ভাংতি বাজার ও আদমপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান চলাকালে দুপুর তিনটার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে তিতাস। এ সময় তিতাসের শ্রমিকদের বাঁধা দেয় স্থানীয় গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালাল চক্রের সদস্যকে উপস্থিত পেয়ে তার ওপর চড়াও হয় গ্রাহকেরা। তাঁর কাছ থেকে টাকা দিয়ে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গ্রাহকেরা অভিযোগ করে বলেন, চুলা প্রতি ৪০-৫০ হাজার টাকা নিয়ে দালাল চক্র তাদের গ্যাস সংযোগ দিয়েছে। গ্রাহকদের প্রতি মাসে কোনোরকম গ্যাস বিল দিতে হবে না বলে দালালেরা শর্তও দিয়েছে। অথচ আজ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে দালাল চক্রের সদস্যের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতাবান ব্যক্তিরাই তাদের সহযোগিতা করেন। গ্যাসের এই টাকার ভাগ পায় সবাই।
অভিযানের বিষয়ে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ বলেন, ‘অবৈধ সংযোগ নেওয়া এলাকার নারী-পুরুষ তিতাসের শ্রমিকদের কাজে বাধা দেয়। তবে যত বাধাই আসুক, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতা-কর্মীরা। আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগে জড়ো হয় ৷
৩ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২ ঘণ্টা আগে