নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে। অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় গ্রাহক ও দালালদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বন্দরের ভাংতি বাজার ও আদমপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান চলাকালে দুপুর তিনটার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে তিতাস। এ সময় তিতাসের শ্রমিকদের বাঁধা দেয় স্থানীয় গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালাল চক্রের সদস্যকে উপস্থিত পেয়ে তার ওপর চড়াও হয় গ্রাহকেরা। তাঁর কাছ থেকে টাকা দিয়ে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গ্রাহকেরা অভিযোগ করে বলেন, চুলা প্রতি ৪০-৫০ হাজার টাকা নিয়ে দালাল চক্র তাদের গ্যাস সংযোগ দিয়েছে। গ্রাহকদের প্রতি মাসে কোনোরকম গ্যাস বিল দিতে হবে না বলে দালালেরা শর্তও দিয়েছে। অথচ আজ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে দালাল চক্রের সদস্যের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতাবান ব্যক্তিরাই তাদের সহযোগিতা করেন। গ্যাসের এই টাকার ভাগ পায় সবাই।
অভিযানের বিষয়ে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ বলেন, ‘অবৈধ সংযোগ নেওয়া এলাকার নারী-পুরুষ তিতাসের শ্রমিকদের কাজে বাধা দেয়। তবে যত বাধাই আসুক, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।’

নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে। অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় গ্রাহক ও দালালদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বন্দরের ভাংতি বাজার ও আদমপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান চলাকালে দুপুর তিনটার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে তিতাস। এ সময় তিতাসের শ্রমিকদের বাঁধা দেয় স্থানীয় গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালাল চক্রের সদস্যকে উপস্থিত পেয়ে তার ওপর চড়াও হয় গ্রাহকেরা। তাঁর কাছ থেকে টাকা দিয়ে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গ্রাহকেরা অভিযোগ করে বলেন, চুলা প্রতি ৪০-৫০ হাজার টাকা নিয়ে দালাল চক্র তাদের গ্যাস সংযোগ দিয়েছে। গ্রাহকদের প্রতি মাসে কোনোরকম গ্যাস বিল দিতে হবে না বলে দালালেরা শর্তও দিয়েছে। অথচ আজ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে দালাল চক্রের সদস্যের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতাবান ব্যক্তিরাই তাদের সহযোগিতা করেন। গ্যাসের এই টাকার ভাগ পায় সবাই।
অভিযানের বিষয়ে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ বলেন, ‘অবৈধ সংযোগ নেওয়া এলাকার নারী-পুরুষ তিতাসের শ্রমিকদের কাজে বাধা দেয়। তবে যত বাধাই আসুক, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।’

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে