রাজধানীতে নিখোঁজ হওয়ার ১০ দিন পরও সন্ধান মেলেনি কলেজছাত্র মো. নাসির উদ্দীন সাকিবের। তার সন্ধান চাইতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। থানায় জিডি করতে গিয়ে আশানুরূপ সহায়তা না পেয়ে তাঁরা হতাশ।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে ছেলের সন্ধানে সহায়তা চান সাকিবের বাবা গোলাম মোহাম্মদ।
তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিউ ইস্কাটনের বাসা থেকে বের হয় সাকিব। নিখোঁজের আগের দিন বন্ধুর ল্যাপটপ এনেছিল সাকিব। সেটি ফেরত দিতেই বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হয় সে। যাওয়ার সময় বলে যায় ল্যাপটপ ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সাকিবের মোবাইল ফোনটি বন্ধ আছে। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের বাড়ি ও আশেপাশে সবজায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। ২০ সেপ্টেম্বর রমনা থানায় একটা সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডি নং-১২৪৫।
থানা থেকে আশানুরূপ সাহায্য না পাওয়ার অভিযোগ করে গোলাম মোহাম্মদ বলেন, জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করি কিন্তু থানা থেকে আশানুরূপ সাহায্য পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবার থানা ও হাসপাতালে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। প্রশাসন থেকে কাঙ্খিত সহযোগিতা না পেয়ে আপনাদের সহযোগিতার জন্য এখানে এসেছি। সাকিবকে ফিরে পেরে গণমাধ্যমের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে