নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের বিট ইনচার্জ এসআই শাহ আলমসহ ছয়জনের বিরুদ্ধে মারধর, চাঁদা দাবি ও চুরির অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার রাফিয়া আক্তার তুলি নামে এক নারী ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালতে এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্তের নির্দেশ দেন। আগামী ৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় অপর আসামিরা হলেন-আওলাদ হোসেন খান, মো. আলাউদ্দিন, মনোয়ারা বেগম, তার দুই ছেলে আমান উল্লাহ ও জামাল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, রাফিয়া আক্তার তুলি এবং তাঁর স্বামী আফজাল হোসেন সরকার সাভারের ভাকুর্তায় ১৭৭ শতাংশ সম্পত্তি ক্রয় করে মালিক ও দখলদার হন। এরপর ওই সম্পত্তি দেখাশোনার জন্য নূরনবী আলী ও ইউনুছ আলী হাওলাদার নামে দুজনকে কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করেন। তাঁরাই বাড়িতে থেকে সবকিছু দেখভাল করে আসছিলেন।
গত ২৬ সেপ্টেম্বর আওলাদ হোসেন খানসহ অন্য আসামিরা তুলির বাড়িঘর ভাঙচুর করেন। এতে বাধা দিলে আসামিরা কেয়ারটেকার ইউনুছ আলী হাওলাদারকে মারধর করেন। এ ঘটনায় ইউনুছ আলী রাতেই সাভার থানায় অভিযোগ করেন। এর তদন্তভার দেওয়া হয় এসআই শাহ আলমকে।
২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের বিট ইনচার্জ এসআই শাহ আলম ও দুজন কনস্টেবলের উপস্থিতেতে আওলাদ হোসেন এবং আলাউদ্দিন কেয়ারটেকারের স্ত্রীকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর বাড়ির মালিক রাফিয়া আক্তারকে ৫ লাখ টাকা নিয়ে ভাকুর্তা বিট অফিসে দেখা করতে বলেন এসআই শাহআলম।
২৮ সেপ্টেম্বর সকালে তুলির শুভাকাঙ্ক্ষী জাকির হোসেন ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে এ ব্যাপারে খোঁজখবর নিতে গেলে এসআই শাহ আলম তাঁকে হাতকড়া পরান। ২০ হাজার টাকার বিনিময়ে বিকেল ৫টার দিকে তাঁকে ছেড়ে দেন। পরবর্তীতে দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় গত ৬ অক্টোবর এসআই শাহআলম কেয়ারটেকারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। রাফিয়া আক্তার তুলি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের বিট ইনচার্জ এসআই শাহ আলমসহ ছয়জনের বিরুদ্ধে মারধর, চাঁদা দাবি ও চুরির অভিযোগে মামলা হয়েছে। আজ মঙ্গলবার রাফিয়া আক্তার তুলি নামে এক নারী ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালতে এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্তের নির্দেশ দেন। আগামী ৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় অপর আসামিরা হলেন-আওলাদ হোসেন খান, মো. আলাউদ্দিন, মনোয়ারা বেগম, তার দুই ছেলে আমান উল্লাহ ও জামাল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, রাফিয়া আক্তার তুলি এবং তাঁর স্বামী আফজাল হোসেন সরকার সাভারের ভাকুর্তায় ১৭৭ শতাংশ সম্পত্তি ক্রয় করে মালিক ও দখলদার হন। এরপর ওই সম্পত্তি দেখাশোনার জন্য নূরনবী আলী ও ইউনুছ আলী হাওলাদার নামে দুজনকে কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করেন। তাঁরাই বাড়িতে থেকে সবকিছু দেখভাল করে আসছিলেন।
গত ২৬ সেপ্টেম্বর আওলাদ হোসেন খানসহ অন্য আসামিরা তুলির বাড়িঘর ভাঙচুর করেন। এতে বাধা দিলে আসামিরা কেয়ারটেকার ইউনুছ আলী হাওলাদারকে মারধর করেন। এ ঘটনায় ইউনুছ আলী রাতেই সাভার থানায় অভিযোগ করেন। এর তদন্তভার দেওয়া হয় এসআই শাহ আলমকে।
২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের বিট ইনচার্জ এসআই শাহ আলম ও দুজন কনস্টেবলের উপস্থিতেতে আওলাদ হোসেন এবং আলাউদ্দিন কেয়ারটেকারের স্ত্রীকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর বাড়ির মালিক রাফিয়া আক্তারকে ৫ লাখ টাকা নিয়ে ভাকুর্তা বিট অফিসে দেখা করতে বলেন এসআই শাহআলম।
২৮ সেপ্টেম্বর সকালে তুলির শুভাকাঙ্ক্ষী জাকির হোসেন ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে এ ব্যাপারে খোঁজখবর নিতে গেলে এসআই শাহ আলম তাঁকে হাতকড়া পরান। ২০ হাজার টাকার বিনিময়ে বিকেল ৫টার দিকে তাঁকে ছেড়ে দেন। পরবর্তীতে দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় গত ৬ অক্টোবর এসআই শাহআলম কেয়ারটেকারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। রাফিয়া আক্তার তুলি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৬ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৪ মিনিট আগে