সাভার (ঢাকা) প্রতিনিধি

শুধুমাত্র মাদকের কারবারের জন্যই একটি বাসা ভাড়া নিয়ে গোডাউন বানানো হয়েছিল। ভাড়া বাসা থেকে নিজের বাড়ির দূরত্ব বেশি না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদকের কারবারের জন্যই এই পথ বেছে নিয়েছেন সাভারের এক মাদক কারবারি। আর এটিই ছিল তাঁর একমাত্র পেশা।
মাদকের একটি চালানসহ মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর ভাড়া বাসার সেই গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ বলছে, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তেঁতুলঝোড়ার জনতা হাউজিং এলাকায় তাঁর নিজের একটি বাড়ি থাকলেও সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় আরও একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই মাদকের গোডাউন বানিয়েছিলেন তিনি। তিন রুমের একটি ব্যাচেলর ফ্ল্যাটে একটি রুম ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা বলেন, ‘প্রায় ৮ বছর ধরে মাদক কারবারের সাথে জড়িত এই জাহাঙ্গীর আলম। তাঁকে চট্টগ্রাম এলাকা থেকে মাদকের চালান এনে দিত আরেক সহযোগী। তাঁকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

শুধুমাত্র মাদকের কারবারের জন্যই একটি বাসা ভাড়া নিয়ে গোডাউন বানানো হয়েছিল। ভাড়া বাসা থেকে নিজের বাড়ির দূরত্ব বেশি না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদকের কারবারের জন্যই এই পথ বেছে নিয়েছেন সাভারের এক মাদক কারবারি। আর এটিই ছিল তাঁর একমাত্র পেশা।
মাদকের একটি চালানসহ মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর ভাড়া বাসার সেই গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ বলছে, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তেঁতুলঝোড়ার জনতা হাউজিং এলাকায় তাঁর নিজের একটি বাড়ি থাকলেও সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় আরও একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই মাদকের গোডাউন বানিয়েছিলেন তিনি। তিন রুমের একটি ব্যাচেলর ফ্ল্যাটে একটি রুম ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা বলেন, ‘প্রায় ৮ বছর ধরে মাদক কারবারের সাথে জড়িত এই জাহাঙ্গীর আলম। তাঁকে চট্টগ্রাম এলাকা থেকে মাদকের চালান এনে দিত আরেক সহযোগী। তাঁকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১৯ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩৯ মিনিট আগে