Ajker Patrika

ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্তরা হলেন ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মন্দিরের ছেলে নজরুল ও তাঁর বন্ধু রবি।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারিতে ভুক্তভোগী ও তাঁর স্বামী পরিবারের অমতে বিয়ে করেন। পরিবার মেনে না নেওয়ায় উভয়ে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় পৃথক বাসায় বসবাস শুরু করেন।

১৮ ফেব্রুয়ারি রাতে নাজমুল ও রনি ভুক্তভোগীর স্বামীকে তুলে নিয়ে নির্যাতন করে এবং গলায় ছুরি ধরে নির্যাতনের ভিডিও ধারণ করেন। এরপর সেই ভিডিও তরুণীকে দেখিয়ে তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়ে নাজমুল ও রনি ধর্ষণ করেন। এরপর উভয়ের কাছ থেকে দুটি মোবাইল ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যান। 

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত