নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন হয়নি। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তাঁর আরও কিছুদিন কারাগারে থাকা উচিত।
এর আগে ওই মামলায় জামিন চেয়ে রফিকুল আমীন হাইকোর্টে আবেদন করেন। এটি গত বছরের ২ মার্চ খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে জামিন চেয়ে একই বছর আবেদন করেন তিনি। আজ শুনানি নিয়ে লিভ টু আপিল খারিজ করে দেন আদালত।
এদিকে একই মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন পুনরুজ্জীবিত (রিস্টোরেশন) চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগে মোহাম্মদ হোসেনের করা জামিন আবেদন গত বছর হাইকোর্ট খারিজ করে দিলে আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি। তবে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় গত ১২ জুন এই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। তাই আবেদনটি পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করেন মোহাম্মদ হোসেন।
রফিকুল আমীনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। মোহাম্মদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
আদেশের পর শাহীন আহমেদ বলেন, এখানে বিপুল পরিমাণ অর্থের অভিযোগ, যা পাবলিক মানি। রফিকুল আমীনের জামিনের বিষয়ে সহানুভূতিহীন উল্লেখ করে আপিল বিভাগ তাঁর আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। এতে তাঁকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে বলে জানান তিনি।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।
এক মামলায় ২০২২ সালে ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। এর মধ্যে রফিকুলকে ১২ বছর ও মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর মামলাটি এখনো বিচারাধীন।

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন হয়নি। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তাঁর আরও কিছুদিন কারাগারে থাকা উচিত।
এর আগে ওই মামলায় জামিন চেয়ে রফিকুল আমীন হাইকোর্টে আবেদন করেন। এটি গত বছরের ২ মার্চ খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে জামিন চেয়ে একই বছর আবেদন করেন তিনি। আজ শুনানি নিয়ে লিভ টু আপিল খারিজ করে দেন আদালত।
এদিকে একই মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন পুনরুজ্জীবিত (রিস্টোরেশন) চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগে মোহাম্মদ হোসেনের করা জামিন আবেদন গত বছর হাইকোর্ট খারিজ করে দিলে আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি। তবে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় গত ১২ জুন এই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। তাই আবেদনটি পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করেন মোহাম্মদ হোসেন।
রফিকুল আমীনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। মোহাম্মদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
আদেশের পর শাহীন আহমেদ বলেন, এখানে বিপুল পরিমাণ অর্থের অভিযোগ, যা পাবলিক মানি। রফিকুল আমীনের জামিনের বিষয়ে সহানুভূতিহীন উল্লেখ করে আপিল বিভাগ তাঁর আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। এতে তাঁকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে বলে জানান তিনি।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।
এক মামলায় ২০২২ সালে ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। এর মধ্যে রফিকুলকে ১২ বছর ও মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর মামলাটি এখনো বিচারাধীন।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২৪ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২৫ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
৩০ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে