Ajker Patrika

হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­
হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।

গতকাল শনিবার মধ্যরাতে হাজারীবাগের গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারেরা হলেন—সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে অভিযোগ রয়েছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, ‘গত ৩০ অক্টোবর একটি ছিনতাইয়ের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।’

হাজারীবাগ থানা-পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর রাতে গণকটুলী সিটি কলোনির বৈলখানা গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন বিপ্লব ইসলাম প্রিন্স। বিপ্লবকে তাঁরা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর গলার সোনার চেইন ও নগদ টাকাসহ সঙ্গে যা ছিল তা নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় বিপ্লবের মা বিলকিস বেগম বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। এ ঘটনায় সুমিত দাস ও তৈবুর রহমান রনিতকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাঁদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাঁদের গ্রুপের প্রধান ইয়াসিন নামে এক ব্যক্তি। তাঁরা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত