Ajker Patrika

আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। 

তিনটি মামলায় এর আগে নিপুণ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছিল। 

শাহবাগ থানার এক নাশকতা মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে দলটি। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। 

সমাবেশ শেষে তাঁরা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক আক্রমণ করে। পরে মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় বিএনপি নেতা–কর্মীরা শাহবাগের দিকে যেতে থাকে। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে নেতা–কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন ও সরকারি কাজে বাধা দেন। 

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। অপর দুটি মামলাও পুলিশের কাজে বাধা দেওয়া ও রাস্তায় গাড়ি ভাঙচুরের মামলা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত