নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বস্তিবাসী কোভিড টিকা পাবেন। যাদের বয়স ৪০-এর বেশি তাদের এই টিকার আওতায় আনা হবে। এই টিকা কার্যক্রমে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিতে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা আড়াইটা থেকে স্পট রেজিস্ট্রেশনের (তাৎক্ষণিক নিবন্ধন) মাধ্যমে টিকা নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায়, বেলা আড়াইটার দিকে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক সভায় ডিএনসিসি মেয়র এ তথ্য জানান। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শীলা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে আজ মঙ্গলবার ৫০০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৭ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন। আগামীকাল বুধবারও সমান সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই ক্যাম্পেইনের আওতায় শুধু তাঁরাই টিকা পাবেন। আর ষাটোর্ধ্বরা তাৎক্ষণিক নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) করে টিকা নিতে পারবেন।
দুপুরে গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে ডিএনসিসিতে টিকাদান কর্মসূচির শুরু করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পর্যায়ক্রমে পাঁচ লাখ বস্তিবাসীকে এই টিকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বস্তিবাসী কোভিড টিকা পাবেন। যাদের বয়স ৪০-এর বেশি তাদের এই টিকার আওতায় আনা হবে। এই টিকা কার্যক্রমে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিতে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা আড়াইটা থেকে স্পট রেজিস্ট্রেশনের (তাৎক্ষণিক নিবন্ধন) মাধ্যমে টিকা নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায়, বেলা আড়াইটার দিকে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক সভায় ডিএনসিসি মেয়র এ তথ্য জানান। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শীলা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে আজ মঙ্গলবার ৫০০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৭ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন। আগামীকাল বুধবারও সমান সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই ক্যাম্পেইনের আওতায় শুধু তাঁরাই টিকা পাবেন। আর ষাটোর্ধ্বরা তাৎক্ষণিক নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) করে টিকা নিতে পারবেন।
দুপুরে গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে ডিএনসিসিতে টিকাদান কর্মসূচির শুরু করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পর্যায়ক্রমে পাঁচ লাখ বস্তিবাসীকে এই টিকা দেওয়া হবে।

ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
৩ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১ ঘণ্টা আগে