নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বস্তিবাসী কোভিড টিকা পাবেন। যাদের বয়স ৪০-এর বেশি তাদের এই টিকার আওতায় আনা হবে। এই টিকা কার্যক্রমে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিতে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা আড়াইটা থেকে স্পট রেজিস্ট্রেশনের (তাৎক্ষণিক নিবন্ধন) মাধ্যমে টিকা নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায়, বেলা আড়াইটার দিকে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক সভায় ডিএনসিসি মেয়র এ তথ্য জানান। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শীলা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে আজ মঙ্গলবার ৫০০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৭ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন। আগামীকাল বুধবারও সমান সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই ক্যাম্পেইনের আওতায় শুধু তাঁরাই টিকা পাবেন। আর ষাটোর্ধ্বরা তাৎক্ষণিক নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) করে টিকা নিতে পারবেন।
দুপুরে গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে ডিএনসিসিতে টিকাদান কর্মসূচির শুরু করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পর্যায়ক্রমে পাঁচ লাখ বস্তিবাসীকে এই টিকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বস্তিবাসী কোভিড টিকা পাবেন। যাদের বয়স ৪০-এর বেশি তাদের এই টিকার আওতায় আনা হবে। এই টিকা কার্যক্রমে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিতে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা আড়াইটা থেকে স্পট রেজিস্ট্রেশনের (তাৎক্ষণিক নিবন্ধন) মাধ্যমে টিকা নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায়, বেলা আড়াইটার দিকে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক সভায় ডিএনসিসি মেয়র এ তথ্য জানান। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শীলা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে আজ মঙ্গলবার ৫০০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৭ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন। আগামীকাল বুধবারও সমান সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই ক্যাম্পেইনের আওতায় শুধু তাঁরাই টিকা পাবেন। আর ষাটোর্ধ্বরা তাৎক্ষণিক নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) করে টিকা নিতে পারবেন।
দুপুরে গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে ডিএনসিসিতে টিকাদান কর্মসূচির শুরু করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পর্যায়ক্রমে পাঁচ লাখ বস্তিবাসীকে এই টিকা দেওয়া হবে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে