আজকের পত্রিকা ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকায় দায়ের করা বিভিন্ন মামলায় সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম পৃথক পৃথক আদেশে রিমান্ডে নেওয়ার এসব নির্দেশ দেন। সকালে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব প্রভাবশালীদের আটক করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
আনিসুল হকের ৩ দিন রিমান্ড
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভ্যানচালক ইনছান আলীকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৩ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বাসস্ট্যান্ড এলাকায় ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইনছান। চিকিৎসা শেষে এ ঘটনায় ভুক্তভোগীর মা গত বছরের ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।
সালমান এফ রহমান ও সাবেক আইজিপি মামুনের ৩ দিন রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর এলাকায় আসিফ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান এফ রহমান ও আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় গত ১৯ জুলাই আন্দোলনে অংশ নেন আসিফ। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাঁকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান।
এ ঘটনায় গত ১ নভেম্বর মিরপুর থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৪ ও সালমান এফ রহমান ৭ নম্বর এজাহার নামীয় আসামি।
মেয়র আতিকের ৪ দিনের রিমান্ড
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তাঁর মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।
সৈকতের চার দিনের রিমান্ড
রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৈকতকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামারুজ্জামান সিকদার।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকেলে মারা যান।
এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সৈকত ২৬ নম্বর এজাহারনামীয় আসামি।
কিরণের ৪ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার এসআই নাজমুল আলম ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
গত ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের হামলায় চোখে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আহসান উল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকায় দায়ের করা বিভিন্ন মামলায় সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম পৃথক পৃথক আদেশে রিমান্ডে নেওয়ার এসব নির্দেশ দেন। সকালে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব প্রভাবশালীদের আটক করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
আনিসুল হকের ৩ দিন রিমান্ড
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভ্যানচালক ইনছান আলীকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৩ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বাসস্ট্যান্ড এলাকায় ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইনছান। চিকিৎসা শেষে এ ঘটনায় ভুক্তভোগীর মা গত বছরের ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।
সালমান এফ রহমান ও সাবেক আইজিপি মামুনের ৩ দিন রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর এলাকায় আসিফ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান এফ রহমান ও আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় গত ১৯ জুলাই আন্দোলনে অংশ নেন আসিফ। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাঁকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান।
এ ঘটনায় গত ১ নভেম্বর মিরপুর থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৪ ও সালমান এফ রহমান ৭ নম্বর এজাহার নামীয় আসামি।
মেয়র আতিকের ৪ দিনের রিমান্ড
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তাঁর মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।
সৈকতের চার দিনের রিমান্ড
রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৈকতকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামারুজ্জামান সিকদার।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকেলে মারা যান।
এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সৈকত ২৬ নম্বর এজাহারনামীয় আসামি।
কিরণের ৪ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার এসআই নাজমুল আলম ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
গত ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের হামলায় চোখে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আহসান উল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১৯ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে