
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ ডিমের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার ফতুল্লার বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানে দাপা ইদ্রাকপুর এলাকার রহমত উল্লাহ কোল্ডস্টোরেজ, ধর্মগঞ্জ এলাকার শাহীন অ্যান্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ডস্টোরেজ পরিদর্শন করে তারা। এ সময় শাহীন অ্যান্ড ব্রাদার্সে ৫ লাখ ৯১ হাজার ডিম মজুত দেখতে পান। সঙ্গে সঙ্গেই মালিক তাজুল ইসলাম ও মাসুদুর রহমান মাসুদকে আজ বুধবারের মধ্যে ডিমগুলো কোল্ডস্টোরেজ থেকে বের করে বাজারে বিক্রির নির্দেশ দেন কর্মকর্তারা।
এ বিষয়ে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ‘সরকার ডিমের আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করেছে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ডস্টোরেজে ডিম মজুত শুরু করে। তাদের উদ্দেশ্য, বাজার আবারও অস্থিতিশীল করা।
‘আজ ফতুল্লার একটি স্টোরেজে প্রায় ছয় লাখ ডিমের মজুত পেয়েছি। তাঁকে আজকের মধ্যে ডিম সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তর নিজ দায়িত্বে ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে।’
এ সময় অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে