নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রদল নেতাদের ধাওয়া দিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে ফেলে পিটিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী নাহিদ চৌধুরী গুরুতর আহত হয়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া এই হামলায় ছাত্রদলের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্রদলের নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের গাড়িও ভাঙচুর করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে হাইকোর্ট মাজার গেট এলাকার আশপাশে জড়ো হয় ছাত্রদলের নেতা কর্মীরা। দুপুর ১২টার পর তাঁরা মিছিল নিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের বাঁধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্রদলের কিছু নেতা কর্মী পিছু হটে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়ে। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে ছাত্রদলকর্মীদের ওপর হামলা চালায়।
এদিকে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এছাড়া সংঘর্ষের পর পরই সুপ্রিম কোর্ট প্রশাসন নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক বৈঠক করে। আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বৈঠকে।
ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ সম্পর্কিত সর্বশেষ খবর - এখানে ক্লিক করুন
বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। আদালতে যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
গাড়ি ভাঙচুরের বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, এ দেশে বিচার চেয়ে লাভ নেই। সরকার যেটা চাইবে সেটার বিচার হবে, যেটা চাইবে না, সেটা হবে না। নির্বাচনের আগে রক্তক্ষয়ী সংঘর্ষের যে আলামত, সেটি দেখা যাচ্ছে। আগে সুপ্রিম কোর্টের ভেতরে এসে কেউ মারামারি করত না বলে জানান তিনি।

ছাত্রদল নেতাদের ধাওয়া দিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে ফেলে পিটিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী নাহিদ চৌধুরী গুরুতর আহত হয়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া এই হামলায় ছাত্রদলের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্রদলের নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের গাড়িও ভাঙচুর করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে হাইকোর্ট মাজার গেট এলাকার আশপাশে জড়ো হয় ছাত্রদলের নেতা কর্মীরা। দুপুর ১২টার পর তাঁরা মিছিল নিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের বাঁধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্রদলের কিছু নেতা কর্মী পিছু হটে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়ে। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে ছাত্রদলকর্মীদের ওপর হামলা চালায়।
এদিকে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এছাড়া সংঘর্ষের পর পরই সুপ্রিম কোর্ট প্রশাসন নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক বৈঠক করে। আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বৈঠকে।
ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ সম্পর্কিত সর্বশেষ খবর - এখানে ক্লিক করুন
বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। আদালতে যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
গাড়ি ভাঙচুরের বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, এ দেশে বিচার চেয়ে লাভ নেই। সরকার যেটা চাইবে সেটার বিচার হবে, যেটা চাইবে না, সেটা হবে না। নির্বাচনের আগে রক্তক্ষয়ী সংঘর্ষের যে আলামত, সেটি দেখা যাচ্ছে। আগে সুপ্রিম কোর্টের ভেতরে এসে কেউ মারামারি করত না বলে জানান তিনি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৭ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে